ডা অসিত বর্দ্ধন

Published:
2021-04-28 16:55:05 BdST

অক্সিজেন নাও পেতে পারে ভয়ে কোন কোন ভিআইপি নাকি আইসিইউ বেড ছাড়ছে না !


 

ডা. অসিত বর্দ্ধন 

---------------------------

অক্সিজেন নাও পেতে পারে ভয়ে কোন কোন ভিআইপি নাকি আইসিইউ বেড ছাড়ছে না ! ছাড়ুক না ছাড়ুক ,আসলে ভয়টা স্পষ্ট ।
গত বছর লিখেছিলাম কিভাবে অক্সিজেন সরবরাহ করা যেতে পারে সারা দেশে।
এখন মনে হচ্ছে অক্সিজেন না থাকলে তা পৌঁছাবে কি করে?
আগে বলেছিলাম , যে হাসপাতালে রোগী নেই , সেই সব হাসপাতাল থেকে সিলিন্ডার রিকুইজেশনে এনে সেগুলো সরকারী তত্ত্বাবধানে ভর্তি করা ও সাপ্লাই করা হোক।
আমরা হাই ফ্লো নাসাল কানুলা নিয়ে অনেক কথা বলেছি। এটার দাম যেমন বেশি তেমনি সেন্ট্রাল অক্সিজেন বা মেনিফল্ড না থাকলে চালানো যায় না।
এই সময় যখন ম্যাকগাইভারের মতো ইম্প্রভাইজেশন দরকার।
বাংলাদেশে অনেক CPAP মেশিন আছে সেগুলো কাজে লাগানো হোক।
রোগীর মুখে মাস্ক সেঁটে দিয়ে সেখানে PEEP ভাল্ভ লাগিয়ে অক্সিজেনের চাপ বাড়ানো যেতে পারে।
মেডিকেল অক্সিজেন ও নন মেডিকেল অক্সিজেনের পার্থক্য খুব বেশি নয়। এই সময়ে নন মেডিকেল অক্সিজেন স্বল্প পরিসরে ব্যবহার করা যাবে কি না দেখা যেতে পারে।
অক্সিজেন কন্সেন্ট্রেটর বানানো খুব কঠিন কাজ নয়। মেকানিকাল প্রকৌশল এর ছাত্ররা বানাতে পারে। দরকার একটা সাকশান , একটা কালেক্টর আর জিওলাইট। একেবারে কেতাদুরস্ত বানানোর প্রয়োজন নেই , কাজ চালানোর মতো হলেই হবে।
ছোটো ছোটো কন্সেন্ট্রেটর দিয়েই অনেক রোগীকে বাঁচিয়ে দেওয়া যাবে, আইসিউ এর উপরে চাপ কমানো যাবে।
মাথা ভর্তি ইগো নিয়ে যারা বসে আছেন, তাদের মাথায় এসব ঢোকার জায়গা কোথায়!

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়