Ameen Qudir

Published:
2017-02-05 05:12:02 BdST

ঢাকা মেডিকেলে নারী ডাক্তারের হাত কেটে দিল দুর্বৃত্তরা


 

 

ডা. অঞ্জলি সাহা
_____________________


ঢাকা মেডিকেলের এক নারী ইন্টার্ন এবং মেডিকেল অফিসারকে ধারালো কাঁচ দিয়ে হাত কেটে দিয়েছে রোগীর লোক নামধারী দুর্বৃত্তরা।

ভয়াবহ পরিস্থিতি। দেশের স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে।

পেশাজীবী নেতারা বলছেন ,
চক্রান্ত চলছে ডাক্তার ও সরকার তথা প্রশাসনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার। সুযোগসন্ধানী চক্র এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর।

এ বিষয়ে সরকার সাবধান না হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে।

ঢাকা মেডিকেলের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।
এই ঘটনা দুর্বৃত্তচক্র ষড়যন্ত্রের অংশ হিসেবে করেছে বলে অনেকের ধারনা ।

এমনিতে এস এসসি প্রশ্নপত্রে সর্বস্তরের ডাক্তারদের অপমানে ডাক্তাররা ক্ষুব্ধ।
সেই সুযোগে চক্রান্তকারীরা ক্ষোভের আগুনে ঘি ঢালতে এই নয়া হামলা করেছে। এটা পুরো ডাক্তার সমাজের ওপর হামলা।

__________________________

ডা. অঞ্জলি সাহা , ঢাকা মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়