SAHA ANTAR

Published:
2021-04-22 14:11:24 BdST

ভারতে অক্সফোর্ড-সেরাম গ্রহণকারীদের মধ্যে সংক্রমণ হার খুব কম



ডেস্ক/এনডিটিভি

ভারতে টিকা নেওয়ার পর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার সংখ্যা বেশ কম। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কোভিশিল্ডের একটি ডোজ নিয়েছেন, তাঁদের মধ্যে দশমিক শূন্য ২ শতাংশ মানুষের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আর যারা এই টিকার দুটি ডোজ নিয়েছেন তাঁদের মধ্যে এ হার আরও কম, দশমিক শূন্য ৩ শতাংশ। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন গ্রহণকারীদেরও সংক্রমণের হার কম।

প্রতিবেশী বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনার টিকা কোভিশিল্ডের প্রয়োগ চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মঙ্গলবার পর্যন্ত দেশে ৫৭ লাখের বেশি মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর ১৬ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন।

ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ১০ কোটি ৩ লাখ ২ হাজার ৭৪৫ জন অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন। প্রথম ডোজের টিকা নেওয়ার পর তাদের মধ্যে নতুন করে ১৭ হাজার ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা প্রথম ডোজ টিকা গ্রহীতার দশমিক শূন্য ২ শতাংশ। অন্যদিকে ভারতে এই টিকা দুটি ডোজ নিয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৪৫ জন। টিকা নেওয়ার পর তাদের মধ্যে ৫ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শতাংশের হিসাবে এ হার দশমিক শূন্য ৩।


ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন। ভারত বায়োটেক করোনার এ টিকা উদ্ভাবন করেছে। এখন পর্যন্ত কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন ৯৩ লাখ ৫৬ হাজার ৪৩৬ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ১৭৮ জন। ভারত সরকারের হিসাব অনুযায়ী, কোভ্যাক্সিন-এর প্রথম ডোজ নেওয়ার পর ৪ হাজার ২০৮ জনের (দশমিক শূন্য ৪ শতাংশ) নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আর দুটি ডোজ নেওয়ার পর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৯৫ জনের। এ ক্ষেত্রেও শনাক্তের হার দশমিক শূন্য ৪ শতাংশ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) মহাপরিচালক বলরাম ভরগাভা বলেন, ‘প্রতি ১০ হাজার টিকা গ্রহীতার মধ্যে ২ থেকে ৪ জনের নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সংখ্যা খুবই নগণ্য। তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।’

ভারত সরকার জানিয়েছে, এক কিংবা দুই ডোজ নেওয়ার পরও শনাক্তের এ সংখ্যা প্রমাণ করে টিকা নিরাপদ। অধিক সংখ্যক মানুষকে করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। তাই সবার উচিত টিকা নেওয়া। তবে বিশেষজ্ঞরা বলছেন, টিকা নতুন করে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে পুরোপুরি সুরক্ষা দেবে না। কিন্তু আক্রান্ত হলে শারীরিক অবস্থা দ্রুত খারাপ হওয়া কিংবা মৃত্যুর ঝুঁকি থেকে সুরক্ষা দেবে। আর মানুষের শরীরে টিকা প্রয়োগের পর কার্যকারিতা শুরু হতে দুই সপ্তাহ সময় প্রয়োজন হয়।

 

অন্তর সাহা, কলকাতা 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়