ডেস্ক

Published:
2021-04-21 20:49:46 BdST

তালা হাসপাতালে ২ চিকিৎসকসহ নার্স, স্টাফ রোগীর স্বজনদের তান্ডবে আহত



ডেস্ক
------------------------------

তালা উপজেলা হাসপাতালে দুইজন চিকিৎসকসহ কয়েকজন নার্স, স্টাফ নির্মমভাবে রুগির স্বজনের হাতে শারীরিক ভাবে লাঞ্ছিত হয়েছেন গতকাল ।
ঘটনার সূত্রপাত বিকালে এক প্রসূতির জরুরি সিজারিয়ান অপারেশন নিয়ে। রুগিটির সার্বিক অবস্থা ঝুকিপূর্ণ থাকায় রুগির স্বজনদের বারবার অবহিত করা এবং ঝুকিপূর্ণ অপারেশন মর্মে লিখিত অনুমতি পত্র নেওয়া হয়। কিন্তু ওটিতে অপারেশন শুরুর পুর্বেই রুগির অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকায় এবং উপস্থিত চিকিৎসকবৃন্দ রুগির অবস্থার উন্নতি করতে না পারায় রুগিকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা কিম্বা খুলনা মেডিকেলে রেফার করার প্রস্তাব দেন রুগির স্বজনদের। সেই মোতাবেক এ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়। রুগিকে কেনো রেফার করা হচ্ছে এই অজুহাত দেখিয়ে হঠাৎই রুগির স্বজন পরিচয়ে দুই যুবক অপারেশন থিয়েটারের ভিতর ঢুকেই কর্তব্যরত দুই জন চিকিৎসক, নার্স, স্টাফদের বেধড়ক মারধর করেন, অথচ চিকিৎসক এবং অন্যান্যরা তখনও রুগিকে ওটির টেবিলে বাচাঁনোর চেষ্টারত। একজন মহিলা চিকিৎসককে চুলের মুঠি ধরে দেওয়ালে আঘাত করা হয়েছে, একজন বয়োজ্যেষ্ঠ আয়াকে বুকে লাথ মারলে তিনি ওটি থেকে ছিটকে বারান্দায় পড়ে যান। প্রায় দশ-পনেরো মিনিটের এই তান্ডবের কারনে অপারেশন থিয়েটারের ব্যবস্থাপনা ভেঙে পড়ে, পুরো স্বাস্থ্য কমপ্লেক্সে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং চিকিৎসকবৃন্দ রুগির চিকিৎসা দিতে বাধাপ্রাপ্ত হন। তারপরও শারীরিক এবং মানসিক ভাবে বিধ্বস্ত স্বাস্থ্যকর্মি বৃন্দ রুগির চিকিৎসা চালিয়ে যান এবং পরবর্তীতে রুগিকে এ্যাম্বুলেন্সে তুলে খুলনার উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
রাতে উক্ত রুগির মৃত্যুর সংবাদ আসায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে।
তথ্য ঃ ডা অমিত সেন গুপ্ত

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়