ডেস্ক

Published:
2021-04-18 17:28:40 BdST

" স্যার করোনার জন্য ছেলের মা খুব ভয় পাচ্ছে, কদিন পরে অপারেশন করালেই ভালো হয় "


 

ডা সুরেশ তুলসান

----------------------

 

বিষয় - করোনাকালে এপেন্ডিসাইটিস।
রোগীর বাবা এসেছেন আলাপ করতে। ছেলের বয়স ১৫ বৎসর।
তিন মাস আগে এপেন্ডিসাইটিস হয়েছিল।
ছেলে এখন একদম সুস্থ , তবে তিনি অপারেশন করিয়ে ফেলতে চাচ্ছেন।
খুব করে বোঝানোর চেষ্টা করলাম। করোনার মধ্যে জরুরী ছাড়া অন্যান্য অপারেশন না করাই ভালো।
এখন করার দরকার নাই। দেশে করোনার পরিস্থিতি ভালো না।
কিছুদিন পরে করেন।
কিন্তু তিনি নাছোড়বান্দা।
পরে মাথায় এলো মোক্ষম দাওয়াই।
বললাম এই যে আপনাকে আমি দুরে বসতে বললাম।
এটা কিন্তু আমার জন্য না।
এটা আপনার জন্য।
বোঝেন তো, আমরা ডাক্তাররা সারাদিন কত রোগী ঘাটাঘাটি করি।
কোনটা কিসের রোগী তার ঠিক নেই।
আমার শরীর থেকে যেন আপনার শরীরে করোনার জীবাণু না যেতে পারে এজন্যই আপনাকে দুরে বসতে বলা। তাছাড়া আমাদের যেসব নার্স, ওয়ার্ডবয়, ওটি বয় থাকে ওদের থেকে করোনা ছড়ানোর ভয় আরও বেশি।
আমরা ডাক্তাররা যত সময়ের জন্য হাসপাতালে থাকি।
ওদেরকে হাসপাতালে থাকা লাগে তারচাইতেও বেশি সময়।
ওদের শরীর থেকে রোগীর শরীরে করোনা ছড়ানোর ভয় আরও বেশি।
তারপর ক্লিনিকগুলোতে জ্বর, সর্দি-কাশি শ্বাসকষ্টের রোগীতো থাকেই।
তাছাড়া ক্লিনিকের খাট, চৌকি,
বিছানাপত্তর থেকেও করোনা ছড়াতে পারে।
ঠিক আছে আপনি যখন শুনবেনই না তখন ছেলেকে ভর্তি করে দেন।
আজ রাতেই অপারেশন করে দিবো।
এখন যেহেতু আমাদেরও কাজকর্ম নাই, অপারেশন এর বিলও অনেক কমায়ে দিবো। দেন তাহলে আজকেই ভর্তি করে দেন।
আর শোনেন ছেলেকে ভর্তি করে আমাকে ফোনে জানিয়ে দিবেন।
ভর্তি না করলেও জানাবেন। আমাদের প্রস্তুতির একটা বিষয় আছে তো।

আধা ঘন্টা পর ফোন, " স্যার করোনার জন্য ছেলের মা খুব ভয় পাচ্ছে, কদিন পরে অপারেশন করালেই মনে হয় ভালো হয় "।

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়