Dr. Aminul Islam

Published:
2021-04-16 14:41:59 BdST

এক বছরে অতিমারীতে প্রশাসন ক্যাডারের ২৫ ও ৯০ পুলিশ সদস্যের মৃত্যু


 

ডেস্ক
------------------------
এক বছরে অতিমারীতে প্রশাসন ক্যাডারের ২৫ জন কর্মকর্তা,৯০ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।


প্রশাসন কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত ছিলেন। বাকি তিনজন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) এবং আটজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। এ ছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন হাজারখানেক কর্মকর্তা।
পুলিশ ও র‍্যাবে আক্রান্ত ২০ হাজার ২৯১ জন। বেশি আক্রান্ত ও মৃত্যু ঢাকা মহানগর পুলিশে।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বাসা) কাছ থেকে এসব তথ্য জানা গেছে। বর্তমানে প্রশাসন ক্যাডারে মোট কর্মকর্তা ৬ হাজার ৩২৭ জন।

 


করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুলিশ বাহিনীর ৯০ জন সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন র‌্যাবের। মৃত্যুর সংখ্যা বেশি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি)।
দেশে গত বছরের ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর একই বছর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে একটি অংশ চিকিৎসক ও চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মচারী ও গণমাধ্যমকর্মী, যাঁরা করোনাকালে সম্মুখসারিতে থেকে কাজ করেছেন।

পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ২৮ এপ্রিল পুলিশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে এ পর্যন্ত পুলিশ বাহিনীতে করোনায় আক্রান্ত হন ২০ হাজার ২৯১ জন। বেশি আক্রান্ত হয়েছেন ডিএমপিতে, ৩ হাজার ৪১৩ জন। এরপরে রয়েছে র‌্যাব। করোনায় র‌্যাবের ২ হাজার ৬২৯ জন সদস্য আক্রান্ত হয়েছেন।
সারা দেশে আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ১৯ হাজার ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার পুলিশ বাহিনীর ২৩৫ জন কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) ছিলেন। তাঁদের মধ্যে ১৮ জন র‌্যাব সদস্য রয়েছেন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়