Dr. Aminul Islam

Published:
2021-04-12 21:22:21 BdST

মে মাসে কোভ্যাক্স থেকে ৬ দশমিক ৮ কোটি ভ্যাকসিন পাবে বাংলাদেশ


 

ডেস্ক
------------------
আগামী মে মাসের শুরুতে বাংলাদেশ বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে ৬ দশমিক ৮ কোটি ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক বলেছে।

আজ সোমবার সকালে প্রকাশিত বিশ্বব্যাঙ্কের বাংলাদেশ আপডেট শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভেকসিন নিয়ে জন সংশয় নিরাময় হবে, অাশা করা যায়।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিশ্বব্যাংকের দেশীয় পরিচালক মার্সি টেম্বন সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ‘ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে বৈশ্বিকভাবে অনিশ্চয়তা রয়েছে। তবে বাংলাদেশ কোভ্যাক্স থেকে ভ্যাকসিন খুব শিগগিরই পাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কিনতে অর্থের কোনো সমস্যা নেই। বিশ্বব্যাংকও ৫০ কোটি ডলার দিতে যাচ্ছে যা দিয়ে দেশের তিন ভাগ মানুষের জন্য ভ্যাকসিন কেনা যাবে।’

বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স’র সঙ্গে বিশ্বব্যাংকও রয়েছে।

বিশ্বব্যাংক প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে ভারত থেকে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।

আরও আড়াই কোটি ডোজ কেনা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়