Dr. Aminul Islam

Published:
2021-03-18 16:47:44 BdST

ঢামেক আইসিইউতে মর্মান্তিক অগ্নিকান্ডের নেপথ্যের কারণ ও কিছু প্রশ্ন


 

অধ্যাপক ডা হারুন উর রশীদ 

-------------------------------------

ঢাকা মেডিকেল কলেজের করোনা আইসিইউ পুড়ে গেছে, একেবারে ভস্মীভূত। তিনজন রোগী মারা গেছেন,আইসিইউ থেকে নোয়ার পথে।স্বজনদের দাবী ধোঁয়ার মধ্যে দমবন্ধ হয়ে রোগীদের মৃত্যু হয়েছে ;কতৃপক্ষের মতে ঐ রুগীগন খুবই ক্রিটিকাল ছিলো তাই স্থানান্তরে পথে মারা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের নেতৃত্বে দুটো তদন্ত কমিটি গঠিত হয়ে,হয়ত এর মাধ্যমে সত্যটা জানা যাবে।

একজন ওয়ার্ড মাস্টারের বরাতে জানানো হয় কোনো এক রুগীর স্বজন পানি গরম করতে গেলে এই দুর্ঘটনার সূত্রপাত  হয়।
ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ আমাদের শেষ ভরসার যায়গা। সেটা আগুনে পুড়ে গেছে মানতে কষ্ট হয়।এর মাধ্যমে কেনো ইলেকট্রিক সর্ট সার্কিট হবে!ওখানে প্রচুর অক্সিজেন থাকে। তাই পানি গরম করার বিষয়টা দূরে কেনো করা গেলোনা?তাছাড়া আইসিইউর প্রধান বিষয় হলো সিস্টার-চিকিৎসকদের নিবিড় পরিচর্যা। আমাদের হাসপাতাল গুলিতে এগুলো নিশ্চিত করা গিয়েছে কিনা?আইসিইউ মানে ভেন্টিলেটর ও কতগুলো যন্ত্রপাতি না বোধ হয়?
এসব প্রশ্নের এখনই মিমাংসা হওয়া জরুরী।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়