SAHA ANTAR

Published:
2021-03-10 21:47:06 BdST

নতুন ১৩ জন মনোরোগ বিশেষজ্ঞ পেল বাংলাদেশ


নতুন ১৩ জন মনোরোগ বিশেষজ্ঞ পেল বাংলাদেশ।


নবীন এসব মানসিক রোগ বিশষজ্ঞরা হলেন-
ডা. শারমিন আক্তার পলি, ডা. টুম্পা ইন্দ্রাণী ঘোষ, ডা. সামিনা হক, ডা. সুচিত্রা তালুকদার, ডা. মিসকাত আহসান, ডা. সুমাইয়া নওশিন আহম্মেদ, ডা. জসিম উদ্দিন, ডা. হুমায়ুন কবীর, ডা. আফরোজা রহমান, ডা. রিজওয়ানা হাবীবা, ডা. রেদওয়ানা হোসাইন, ডা. কৃষ্ণ রায়, ডা. আনোয়ার হোসেন।

  বাংলাদেশের মানসিক রোগ চিকিৎসায় এরা নয়া দিগন্তের সূচনা করবেন বলে শুভকামনা জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা সুলতানা আলগিন।  

সম্প্রতি এমডি সাইকিয়াট্রি ও চাইল্ড এন্ড এডলোসেন্ট সাইকিয়াট্রি র ডক্টর  অব মেডিসিন  পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে এসব নবীন মেধাবী চিকিৎসক পাশ করে সাফল্য দেখান।  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউট ও  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ   থেকে এরা  উর্ত্তীণ হয়েছেন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়