SAHA ANTAR

Published:
2021-03-08 05:56:18 BdST

গন্ধম, জানে আলম এবং করোনা


ডা. মেজর খোশরোজ সামাদ 

-------------------------------

 

গন্ধম, জানে আলম এবং করোনা
-----------------------------------------
১।আজ থেকে প্রায় দুই দশক আগে এক আনন্দ সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ধুন্দুমার আড্ডা শেষে জানে আলমের সাথে আমাকে ক্যামেরাবন্দী করা হয়।তখন কি জানতাম করোনার হিংস্র থাবার শিকার হবেন অগ্রজ প্রতিম বন্ধুবর জানে আলম।তাঁর মৃত্যুর দুইদিন আগে করোনা কেড়ে নেয় তাঁর প্রিয়তমা স্ত্রীকে।

২।জানে আলম গেয়েছিলেন ' স্কুল খুইলাছেরে মওলা, স্কুল খুইলাছে '। এখন ঘাতক করোনা নামের স্কুলের আমরা সবাই অন্ধ শিক্ষার্থী। ' আমার বাবা কেবলা কাবা আইনাল কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর '। সেই কলব এখন করোনার দখলে।
তিনি গেয়েছিলেন, 'একটি গন্ধমের লাগিয়া, ---- ইবলিশ শয়তানে তার আশা পুরাইলো।' করোনা নামের ইবলিশের কাছে পৃথিবী আজ নতজানু ।

৩।দয়া করে, দ্রুত নিবন্ধন করুন। কোন গুজবে বিভ্রান্ত না হয়ে ভ্যাক্সিন দিন। নিজে বাঁচুন, নিকটজনকে বাঁচান। আপনার ভ্যাক্সিন দেয়া হয়েছে শুনে জানে আলম রংধনুর দেশে আবার গেয়ে উঠবেন অমিয় সুর অক্ষয় বানীর অবিনাশী সব গান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়