SAHA ANTAR

Published:
2021-03-04 18:53:20 BdST

দয়া হাসপাতালে টিভি ছেড়ে খুন খারাপির দুঃসংবাদ দেখাবেন না: বরং মৃদু লয়ের গান শোনান


 

 

বাদল সৈয়দ

--------------------------

গুলশানে দেশ সেরা হাসপাতালে গিয়েছিলাম। একজন স্বজন এনজিওগ্রাম করাবেন। ওপিডিতে বসা প্রায় সবাই হার্টের রোগী। (এ ওপিডি তাঁদের জন্য)
এরা কেউ ইটিডি করাবেন, কেউ এনজিওগ্রাম। সবার চেহারায় অজানা ভয়।
আমি অবাক হয়ে দেখলাম সেখানে বিশাল স্ক্রিনের টেলিভিশনে খবর দেখানো হচ্ছে, সব দুঃসংবাদ! মৃত্যু, খুন, মারামারি, ডাকাতি এসব।
এখবরগুলো দেখলে সুস্থ মানুষেরই হার্ট অ্যাটাক হওয়ার কথা। সেখানে বিপণ্ণ রোগীদের এসব খবর দেখানোর মানে কী?
সাধারণত রোগীদের প্রফুল্ল রাখার জন্য বিশ্ববিখ্যাত হাসপাতালে মৃদু গান বাজানো হয়, টিভিতে কমেডি দেখানো হয়, আর আমরা দেখাচ্ছি কে কীভাবে মারা গেলেন!
সাইমন সিনেক একবার বলেছিলেন হাসপাতালে রোগী যতো না ভুল চিকিৎসায় মারা যান, তারচে বেশি মারা যান ম্যানেজমেন্টের অদক্ষতায়।
এটার চাক্কুষ প্রমাণ এ অতি দামি হাসপাতালের টিভি প্রোগ্রাম নির্বাচন।
তাঁদের মগজে একটু সৃষ্টিশীল চিন্তা জায়গা করে নিক এ প্রার্থনা করি।
#আসুনমায়াছড়াই।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়