Dr. Aminul Islam

Published:
2021-02-25 05:35:50 BdST

একজন ভাল চিকিৎসক রোগের চিকিৎসা করেন আর একজন মহান চিকিৎসক করেন সেই রোগীর যার সে রোগ রয়েছে


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

_____________________

স্যার উইলিয়াম অসলার ক্যানাডিয়ান চিকিৎসক ।, জন হপকিন্স হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ।
চিকিৎসকদের স্পেসিয়েলিটি প্রশিক্ষনের জন্য রেসিডেনসি প্রোগ্রাম সুচনা করেন আর তিনি প্রথম মেডিক্যাল শিক্ষার্থীদের কে লেকচার হল থেকে বের করে নিয়ে আনেন বেড সাইড ক্লিনিক্যাল ট্রেনিং এ ।

মেডিসিনের অধ্যাপক ছাত্র পড়িয়েছেন ক্যানাডায় ।
তাঁর সেই বিখ্যাত বই " The Principles and Practice of Medicine " (1892) সেকালে নামকরা টেক্সট বই।

মেডিক্যাল এডুকেশন সংগঠিত সমন্বিত করা, কারিকুলাম কে রূপ দেয়া এর রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছিলেন । আর ক্লিনিক্যাল অভিজ্ঞতার উপর জোর দেন, ।
রেভেরেনড ফি ডার স্টোন অস লার এর নয় সন্তানের সবচেয়ে ছোট এই সন্তান প্রথম স্কুলে ন্যাচারেল হিষ্ট্রি ছিল তার প্রিয় বিষয় , এর পর ট্রিনিটি কলেজ টরেনটো । এর পর মনট্রিয়েল ম্যাক গিল বিশ্ব বিদ্যালয় । ১৮৭২ সালে নিলেন সেখান থেকে মেডিক্যাল ডিগ্রি । এর পর দু বছর কাটালেন
ইউনিভারসিটি , লন্ডনে ফিজিওলজি ল্যাবে।
১৮৭৩ তার আবিষ্কার রক্তের প্লা টি লে ট ঃ অণুচক্রিকা
। এর পর মনট্রিয়েল জেনারেল হাসপাতালে র চিকিৎসক আর প্যাথলজিসট ।\ ১৮৮৪ সালে পেনসিল ভেনিয়া স্কুল অব মেডিসিনে অধ্যাপক আর বিভাগীয় প্রধান। এসোসিয়েশন অফ ফিজিসিয়ান স এর তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য।
১৮৮৮ সালে
নতুন জন হপকিন্স স্কুল অব মেডিসিন। বালটিমোরএ প্রথম প্রেফেসার অব মেডিসিন ।

মেডিক্যাল পরিভাষা তে তিনি স্মরণীয় " অসলার নোড "( হাতে লাল , স্ফিত বেদনা ময় গুটি , বিশেষ ার্টের সমস্যার ইঙ্গিত বাহি) অস লার ভেকুএজ ডিজিজ নামে রক্তের এক রোগ , অস লার রেন ডু অয়েবার ডিজিজ ।

১৯১৯ সালে তিনি মারা যান নিউমোনিয়া হয়ে।
তাঁর একটি বিখ্যাত উক্তি " একজন ভাল চিকিৎসক রোগের চিকিৎসা করেন আর একজন মহান চিকিৎসক করেন সেই রোগীর যার সে রোগ রয়েছে "

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়