Dr. Aminul Islam

Published:
2021-01-24 00:11:54 BdST

টিকা নিতে ভয়! ট্রাইপ্যানোফোভিয়ার চিকিৎসা ও করণীয়


 

 

ডা. সাঈদ এনাম

-----------------------

টিকা বা ইনজেকশন নিতে ভয় পাননা এমন মানুষ কম আছে। তবে এই ভয়ে টিকা বা ইনজেকশন নিতে বিরত থাকাটা কিছুটা অস্বাভাবিক। টিকা বা ইনজেকশন এর প্রতি অতিরিক্ত ভয় থাকা কে বলে ট্রাইপ্যানোফোভিয়া (Trypanophobia)।

এটা এক ধরনের ফোভিক এনজাইটি ডিসওর্ডার বা স্পেসিফিক ফোভিয়া।

এক গবেষণায় দেখা গিয়েছে প্রায় ১৫ থেকে ২০ ভাগ মানুষের মধ্যে এই ফোভিয়া কাজ করে।

ট্রাইপ্যানোফোভিয়া বেশি দেখা দেয় শিশুদের মধ্যে। এর জন্যে অনেক সময় শিশুরা টিকা বা ইনজেকশন নিতে বিরত থাকে। যা পরবর্তীতে স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর হয়ে দাঁড়ায়।

ট্রাইপ্যানোফোভিয়া কে আরো অনেক নামে ডাকা হয় যেমন আইকোমোফোভিয়া ( Aichmophobia), বেলোনিফোভিয়া ( Belonephobia) বা এনিটোফোভিয়া (Enetophobia)।

সাইকোথেরাপি, এস্যুরেন্স করা, মা বাবা সাথে থাকা এবং টিকা দানের পর মিস্টি জাতীয় দ্রব্য যেমন চকলেট আইসক্রীম শিশুদের এ ভয় থেকে কাটিয়ে উঠতে সহায়তা করে।

ডা. সাঈদ এনাম
ডিএমসি কে-৫২
সহকারী অধ্যাপক সাইকিয়াট্রি

ফেলো: আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়