AMIN QUADIR

Published:
2021-01-21 18:12:37 BdST

কলকাতায় চিকিৎসাধীন অধ্যাপক ডা ভাস্কর সাহা সকলের আশির্বাদ চাইলেন


বাংলা দেশের প্রখ্যাত চিকিৎসক, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক ডা ভাস্কর সাহা বর্তমানে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর চিকিৎসালয়ে চিকিৎসাধীন। তিনি সকলের আশির্বাদ চেয়েছেন। তিনি ডাক্তার প্রতিদিন এর প্রতিষ্ঠা-কালীন শুভাকাঙ্খী। 

ডাক্তার প্রতিদিন সম্পাদক ডা সুলতানা  আলগিন এক শুভকামনায় অধ্যাপক ভাস্কর সাহা র দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, ডা সাহা শুধু বাংলাদেশের নয়,  উপমহাদেশের একজন বরেণ্য চিকিৎসক ও লোক সেবী।  লাখো রোগী র সুচিকিৎসা নিশ্চিত করে সকলের কৃতজ্ঞতা ভাজন তিনি। তাঁর লাখো রোগী ও শুভাকাঙ্ক্ষী দের আশির্বাদে দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

ছবি ও ক্যাপশন ভাস্কর সাহা। 

মাই নেইবার পেসেন্ট বেবি শিপ্রা ফ্রম উগান্ডা এডমিটেড হিয়ার ফর ট্রিটমেন্ট অফ কনজেনিটাল হার্ট ডিজিস

ওদিকে কলকাতা থেকে ডা ভাস্কর সাহা এক পত্রে জানান,

মেডিকেল ভিসা নিয়ে কোলকাতা এসেছি গত দশই জানুয়ারী।
আঠের তারিখে হার্টের ডাক্তারের এপয়েন্টমেন্ট ছিল রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল,মুকুন্দপুরে ডাঃ কুন্তল ভট্টচার্যের সাথে।
ডাঃ স্বনামধন্য  এবং বয়সে তরুন, কথাবার্তায় মোটামোটি পছন্দ হলো।
প্রাথমিক পরীক্ষানীরিক্ষা করে গতকাল দুপুরে ভর্তি হয়ে গেলাম।
সন্ধ্যা নাগাত ইন্টারভেনসনাল এঞ্জিওগ্রাম করা হলো।
সিটি এঞ্জিও যেটা বরিশাল থেকে করিয়ে এনেছিলাম ফলাফল অনুরূপই বললো।
প্লান ছিলো বাম পাশে যে আর্টারীতে ব্লক সেখানে স্টেন্ট বসিয়ে দেবে, প্রস্তুতিও তেমন ছিল কিন্তু এঞ্জিওগ্রাম করে দেখা গলো রক্তনালীতে ক্যালসিয়াম ও অন্যান্য বর্জ মিলে এমন অবস্থা হয়েছে তাতে স্টেন্ট বসালে তা কার্যকরী হবে কি না সন্দেহ আছ!
তাহলে কর্তব্য আগে ক্যালসিয়াম ও বর্জ অপসারণ তারপর স্টেন্টিং
যাকে বলে OCT GUIDED CALCIUM BULCKING ।
কি করবো , আলোচনা করে রাজি হয়ে গেলাম কারণ ভালো কাজের জন্য যদি দুটো পয়সা বেশি খরচা হয় কী আর করার! তাছাড়া এই মুহূর্তে চেন্নাই দিল্লী বা ব্যঙ্গালোর যাওয়ার মতো মানসিক প্রস্তুতি নাই
আগামীকাল বিকাল তিনটায় এই প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন হবে
সবার কাছে দোয়া ও আশির্বাদ চাই।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়