Dr. Aminul Islam

Published:
2020-12-28 01:58:13 BdST

মালয়েশিয়া থেকে মেডিক্যাল ছাত্ররা আসত পড়তে: এখন ওসব দেশে আমাদের মানুষ যায় চিকিৎসা নিতে


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী 

 

---------------------------

নিজ দেশের মেধা , প্রতিভা মানব সম্পদ যাতে উন্নত হয় তাই ভাবা উচিত কর্তব্য সবার । অন্যান্য উন্নত দেশ এককালে উন্নত ছিলনা , এক কালে সে সব দেশ এভাবে নিজ দেশের মানুষ কে অনুপ্রানিত কএর, উৎসাহিত করে নিজেরা সব দিক দিয়ে উন্নত হয়েছে , কেবল অর্থ নীতি নয় সমাজ নীতি , শৃঙ্খলা , সুশাসন প্রতিষ্ঠা পেয়েছে, মালয়েশিয়া এককালে মেডিক্যাল ছাত্ররা আস ত মেডিক্যাল পড়তে আর অনেক দেশের ছাত্ররা আসত কিন্তু এখন ওই সব দেশে আমাদের মানুষ যায় চিকিৎসা নিতে , আমাদের দেশের ডাক্তার দের আত্ম মর্যাদা য় আঘাত লেগেছে, কেউ লক্ষ্য করেনি , শত মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা পেয়েছে , কেউ নজর করেনি , মেডিক্যাল কারিকুলাম আদ্দিকালের রয়ে গেছে কেউ নজর করেনি , আর এদিকে ডাক্তার তরুন ডাক্তার রা নিরুৎসাহিত হয়েছে , তাদের কাজের মুল্য পায়নি , সারাদিন গলদ ঘর্ম হয়ে পেয়েছে নিগ্রহ , নির্যাতন , অন্যের ভুলের মাশুল গুনতে হয়েছে । কেউ বিদেশ গেছে কেউ সহ্য করে আছে । কিন্তু এদিকে দেশের মেডিক্যাল শিক্ষার মান, সেবার মান ,গবেষআ এখনও অবহেলার মধ্যে হয়েছে, দুর্নীতি হয়েছে , ধ্বংস হয়েছে ব্যবস্থা । কেউ একে গুরুতর বিবেচনা করেনি। তাই এমন এক্ম অবস্থায় , দেশের চিকিতসা র হাল আর ভবিষ্যৎ পৃথিবীর এক সাথে চলার মত করার , একে মান সম্মত করার চেষ্টা কি করা উচিত নয় ? বিদেশে গিয়ে স্বাস্থ্য এবা নিয়ে আত্ম তৃপ্তি নিয়ে আর আমাদের দেশের সব খারাপ এমন বলে কি সত্যিকারের উন্নতি হবে ? দেখেছে অনেক ডাক্তার করোনাতে সেবা দিতে গিয়ে প্রান দিয়েছে , কিন্তু তা কেউ খেয়াল করেনি , ফলাও করে সংবাদে আসেনি , তেমন বড় কেউ শোক বার্তা দেয়নি , মনে করেছে তার কর্তব্য ছিল মরেছে , কি হয়েছে, গেছে, কারন এমন একটি সংস্কৃতি চালু হয়েছে কাজ কর্তব্য মানবিতা কেবল ডাক্তার দের কর্তব্য , যাক তবু তারা করছে কারন এ যে তারা বাধা পড়ে আছে ডাক্তার হতে গিয়ে । অনেকে আবার পেশা বদল করে এমন সব পেশায় যাচ্ছে যে সব পেশায় খুব সম্মান ,জিবনে মরনে দু সময়েই।
করোনা এসছে , এখন তাদের আরও ঐকান্তিক সেবা দিতে হবে , দায়িত্ব পালন করতে হবে , এ ত নৈতিক কর্তব্য ।
তবে মান বাড়ানো দরকার , সম্মান দরকার , মর্যাদা দরকার । কাজ করলে ন্যনুতম ধন্যবাদ প্রাপ্য । এ ছাড়া আর কি

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়