SAHA ANTAR

Published:
2020-12-17 22:28:49 BdST

বড়লেখা হাসপাতাল নিয়ে কুৎসা ভিডিওকারীর ক্ষমা প্রার্থনা


বড়লেখা থেকে সংবাদদাতা


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ফেসবুক লাইভ ভিডিও ধারণকারী যুবক নাজমুল ইসলাম অবশেষে নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন।তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নিকট নিঃশর্ত ক্ষমা চেয়ে এ বিবৃতি দেন।শ্বাসকষ্ট জনিত সমস্যায় গত ১১ নভেম্বর মধ্যরাতে আপন বোনকে হাসপাতালে নিয়ে কাঙ্খিত সেবা পাওয়ার পরও চিকিৎসক, নার্স তথা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেসবুকে লাইভ ভিডিও প্রচার উদ্দেশ্যপ্রণোদিত স্বীকার করে সে ভবিষ্যতে এধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার ব্যাপারে মুচলেকাও দিয়েছেন।এসময় বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, অভিযুক্ত যুবকের অভিভাবক আব্দুল জব্বারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মিথ্যা ও বানোয়াট ভিডিও প্রচারের প্রতিবাদে শনিবার সকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মবিরতিসহ নানা আন্দোলন-কর্মসুচির ডাক দেন।বিষয়টি জেনে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান ও থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার সকালেই হাসপাতাল গিয়ে ঘটনাকারীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সংশ্লিষ্টরা কর্মসূচি প্রত্যাহার করেন।এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে অভিযুক্ত যুবক নাজমুল ইসলাম তার অভিভাবকদের নিয়ে হাসপাতালে গিয়ে ঘটনার জন্য ক্ষমা চান এবং মূল ঘটনার বিবৃতি দিয়ে একটি মুচলেকা প্রদান করেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, নাজমুল ইসলাম নামে এক যুবক ফেসবুক লাইভে হাসপাতালের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এব্যাপারে সুস্পষ্ট বিবৃতি ও হাসপাতাল কর্তৃপক্ষকে মুচলেকা দেওয়ায় বিষয়টির নিষ্পত্তি হয়।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়