Dr. Aminul Islam

Published:
2020-12-11 03:07:01 BdST

হঠাৎ করেই প্রস্রাব কেন সবুজ?


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী  
_____________________

হঠাৎ করেই প্রস্রাব কেন সবুজ?
অবশ্য প্রস্রাব সব সময় এক রঙের হবে তা নয় , কখনও ঘোলাটে্‌ কখনো একটু কড়া রঙ । কিন্তু সবুজ প্রস্রাব ?
৬২ বছর বয়সি সেই লোকের ছিল সি ও পি ডি , ফুস্ফুসের ক্রনিক রোগ । হাসপাতালে ভর্তি । জরুরি বিভাগে এলে ডাক্তার রা দেখলেন তাঁর হয়েছে হাইপারকেপ্নিক রেস্পিরেটরি ফেইলুর , বুঝিয়ে বলি তার রক্তে অতি মাত্রায় কার্বন ডাই অক্সাইড । এই কেস রিপোর্ট প্রকাশিত হল জগত বিখ্যাত মেডিকেল জরনাল এন ই জি এম মানে নিউ ইংল্যান্ড জরনাল অব মেডিসিন । কেন?
তাকে ইনটু বেট করা হল । ভ্যানটি লেশন এ দেয়া হল , গেলেন তিনি আই সি ইউ তে। তাকে দেয়া হল প্রপফল নামে এক ওষুধ । diprivan এই ওষুধ কিছুটা নিদ্রাকর্ষক । শিথিল করে রোগীকে ।
পাঁচ দিন পর তার প্রস্রাব হল সবজে । কি ব্যাপার । ডাক্তার রা দেখলেন হয়েছে তা প্রপফলের জন্য । এই ওষুধ প্রত্যাহার করার পর আবার স্বাভাবিক প্রস্রাবের রঙ। তবে এতে কোন ক্ষতি হয় না। আরও কিছু ওষুধ প্রস্রাব কে করে সবুজ রঙের । বিষণ্ণতা রোধী ওষুধ , প্রদাহ রোধী কিছু ওষুধ , সঙ্ক্রমন, আর অবস্ত্রাকটিভ জন্ডিস ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়