Dr. Aminul Islam

Published:
2020-12-06 02:27:44 BdST

ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ , টেকনোলজিস্ট: কেউ ভাবে না তাদের নিয়ে


প্রতিকী মডেল ছবি

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী  
________________________

ল্যাবরেটরি মেডিসিন বিশেষজ্ঞ , টেকনোলজিস্ট; এদের নিয়ে কেউ তেমন ভাবেনা । দেশে বিদেশে একই রকম ।
বলছিলেন আমেরিকান সোসাইটি ফর ক্লিনিকেল ল্যাবরেটরি সায়েন্স।
সারা দেশে টেস্টিং টিমের বার্ন আউট , স্ট্রেস আর শরীর ছেয়ে নামা ক্লান্তি। সাপ্লাই চেন কমে আর রোগ নির্ণয়ের চাহিদা বাড়ে এর সাথে মোকাবেলা করার জন্য বিশেষজ্ঞরা বলেন, আমেরিকার টেস্ট করার ক্ষমতা এত কমেছে তা কেবল প্রচুর যন্ত্রপাতি , আর জিনিষ পত্র আনলে সমাধান হবেনা, ল্যাবরেটরি জনবল বৃদ্ধি দরকার । জনগন জানেনা এই সংকট
এই সংকটে আমরা ব্যতিক্রম নই । আমাদের ল্যাবেও দক্ষ জনশক্তির অভাব , , যারা অনেকে পাশ করে আছেন তাদের যথা স্থানে নিয়োগ দেয়া হয়না , এই খাতে উচ্চ শিক্ষা , প্রশিক্ষণ তেমন নাই । যা আছে তা অপ্রতুল আর সেকেলে । কিন্তু করোনা কালে ল্যাব টেস্ট যে গুরুত্বপূর্ণ তা কর্তারা না বুঝলে আর কোন উপায় নাই অবস্থার উন্নতির । আমাদের দোষ হল, আমরা সমস্যার এক পার্শিক দেখি , আর দূরদৃষ্টির অভাব আমাদের , সাময়িক ব্যবস্থাপনা হচ্ছে আমাদের লক্ষ্য , সে জন্য অবস্থার তেমন উন্নতি হয়নি । চিকিৎসার নানা ক্ষেত্র , সেবা , জন স্বাস্থ্য , মেডিক্যাল এডুকেশন , গবেষণা , হেলথ ল্যাব , সব ক্ষেত্রে যত্ন আর আন্তরিক খেয়ালের অভাব। আর দুর্নীতি ক্ষয় সৃষ্টি করেছে সব ক্ষেত্র । ইদুর আর উই পোকা কুরে কুরে খেয়েছে সব ভাল কিছু করার উদ্যোগ । আরও আছে।এর সাথে
আধুনিক আর অগ্রসর চিন্তার অভাব , যুগের সাথে , পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহসের অভাব , আমুল পরিবর্তন প্রয়োজন হলেও এটি সম্পন্ন করতে দ্বিধা ভয় আর সাহসের অভাব আমাদেরকে পিছিয়ে দিচ্ছে । যে সব দেশের ছাত্ররা এ দেশে মেডিক্যাল সায়েন্স পরতে আসত সেই দেশে এখন আমাদের দেশ থেকে মানুষযায় উন্নত চিকিৎসা সেবা নেবার জন্য , ।
তবে আশায় থাকব এসব ক্ষেত্রে উন্নতি হবে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়