Dr. Aminul Islam

Published:
2020-11-30 02:21:47 BdST

অবুঝ শিশুটি মা মা ডেকেও খুঁজে পাচ্ছে না তার মা ডা. বুশরাকে


 


ডা. সানজিদা সোরাইয়া


__________________

ডা. বুশরার অবুঝ ছোট শিশু সন্তানটি অসহায় দৃষ্টিতে আজ তাকিয়ে । কিছুই সে বুঝে উঠতে পারছে না। কখনও অবোধ নয়নে কেঁদেও উঠছে সে। মা মা বলে ডাকছে। তার মা কোথায় ? কিছুতেই খুঁজে পাচ্ছে না তাকে।

এরকম মর্মস্পর্শী শোকাবহ পরিবেশ ডা. বুশরার পরিবারে। করোনা কাল ডেকে এনেছে এই অবর্ণণীয় মহাশোক।

ডা. বেনজীর শরীফ ও ডা. রেনুমা তাসনিম জানান,
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীর ৫ম ব্যাচ এর(২০০৭-০৮ সেশন)ডা. বুশরা সারওয়ার আজ সকালে মৃত্যু বরণ করেছেন। তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন।
মৃত্যুর মিছিলে আরও একজন চিকিৎসকের নাম যোগ হল।

বুশরার ছোট্ট একটা বাবু আছে। বাচ্চাটার কী হবে ভাবতেই পারছি না।
করোনা চলে গেছে/ দুর্বল হয়ে গেছে মনে করে সাবধানতায় বিন্দুমাত্র ছাড় দেয়া যাবে না।

ডা. আরিফুল ইসলাম জানান ,
এত তাড়াতাড়ি ব্যাচমেটের মৃত্যুসংবাদ! আমাদের ব্যাচমেট, ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ রাজশাহীর ৫ম ব্যাচ এর(২০০৭-০৮ সেশন) নেই। সে কোভিড ১৯ আক্রান্ত ছিলো। তার নিষ্পাপ এতিম বাচ্চাটার প্রতি অবিশ্রাম ভালবাসা রইল।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়