SAHA ANTAR

Published:
2020-11-14 00:50:02 BdST

মাইন্ড এইড-এর কথিত পরিচালক ফাতেমা বেগম ময়না সাইকিয়াট্রিস্ট নন: বি এ পি


মাইন্ড এইড থেকে গ্রেপ্তারকৃতরা


ডেস্ক
_____________________

ঢাকার মাইন্ড এইড নামের কথিত ক্লিনিকে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট বি এ পি।
মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারদের এই সংগঠন একই সঙ্গে প্রতিবাদ জানায়, মিডিয়ার প্রকাশিত এক ভুল খবরের।
বিএপি নেতারা বলেন, মাইন্ড এইড এর কথিত পরিচালক / মালিক ফাতেমা বেগম ময়না সাইকিয়াট্রিস্ট নন। সে ডাক্তারও নয়। বিভিন্ন মিডিয়ায় তাকে সাইকিয়াট্রিস্ট বলে পরিচয় দেয়া হচ্ছে। যা আদৌ সে নয়।
বলা দরকার , একজন সাইকিয়াট্রিস্ট তিনি , যিনি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর মানসিক রোগ অর্থাৎ সাইকিয়াট্রিতে উচ্চতর ডিগ্রি করেন। যেমন এমবিবিএস পাশ করার পর এফসিপিএস/এমডি / এমফিল ডিগ্রিধারী।
জানা যায়, মাইন্ড এইড হাসপাতালের মালিকানা , কর্মকান্ড , চিকিৎসায় কোন সাইকিয়াট্রিস্ট ছিলেন না।
অথচ মনোরোগ চিকিৎসা কোন অবস্থাতেই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট ছাড়া সম্ভব নয়।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়