SAHA ANTAR

Published:
2020-11-06 02:03:59 BdST

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার ছাড়া একসঙ্গে তিন সন্তানের জন্ম


 

ডেস্ক
___________________

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারররা বুধবার অস্ত্রোপচার ছাড়াই পারভিন বেগমের তিন সন্তানের জন্ম দানে সাফল্য দেখালেন। অপ্রয়োজনীয় সিজারিয়ানের বিরুদ্ধে চিকিৎসকদের আন্তরিক সচেতনতা কর্মসূচির এ এক অনন্য নজির। মা ও নবজাতকেরা ভালো আছে।

পারভীনের তিন সন্তানের দুটি ছেলে ও একটি মেয়ে। পারভীন-শফিকুল দম্পতি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গ্রামের বাসিন্দা।

 

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আফরোজা সুলতানা বলেন, শুরু থেকেই পারভীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন। প্রসবের তারিখ ছিল জানুয়ারি মাসে। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে তাঁর প্রসবব্যথা শুরু হয়। কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে তিন নবজাতকের জন্ম হয়। প্রতিটি বাচ্চার ওজন দেড় কেজি করে। পরে বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়