Dr. Aminul Islam

Published:
2020-10-30 04:56:19 BdST

হিজাব পরা বাধ্যমূলক করার ফতোয়া বাতিল করে ডা. রহিম জাতির কাছে মাফ চাইলেন


ডেস্ক
__________________

নারী কর্মকর্তাদের হিজাব পরা বাধ্যমূলক করার ফরমান -ফতোয়া দিয়ে প্রবল আলোচনা সৃষ্টিকারী ডা. মুহম্মদ আবদুর রহিম এবার ফরমানটি বাতিল করে জাতির কাছে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মাফ চেয়েছেন। জানান, আর কখনও এমন ভুল করবেন না বলে তিনি অন্তর থেকে প্রতিজ্ঞা করছেন। জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিম তার প্রতিষ্ঠানের সকল মুসলিম নারীর জন্য হিজাব ফতোয়া জারি এবং পুরুষদের জন্য টাকনুর ফতোয়া দিয়ে গতকালই আলোচনায় আসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন এক ফরমানে তিনি আগের ফরমান বাতিলের কথা জানান। এবং মাফ চান।

তার আগে দিনভর তাকে নিয়ে সমালোচনার পর স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিসও পাঠানো হয়েছিল তাকে।

নতুন বিজ্ঞপ্তিতে আব্দুর রহিম বলেন, “উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে অনিচ্ছাকৃত এই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখপ্রকাশ করছি।

“সেই সাথে গোটা জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের ভুল হবে না বলে প্রতিজ্ঞা করছি।”

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়