Dr. Aminul Islam

Published:
2020-10-29 02:21:47 BdST

ইনসুলিন অফ করে নিমপাতা, জামপাতার প্রচারক ডাক্তারদের প্রতি করুণ খোলা চিঠি


এই ছবি প্রতিকী। বাংলাদেশ বা ওপার বাংলার কোন ডাক্তারের ছবি নয় ।



ডা. সাহারা বেগম
রংপুর মেডিকেল কলেজ
_______________________

ইনসুলিন অফ করে নিমপাতা, জামপাতার প্রচারক ডাক্তারদের ভয়ঙ্কর চিকিৎসার শিকার সাধারণ রোগীদের অবর্ণনীয় দুর্দশা ও করুণ স্বাস্থ্যদশা দেখে খোলা চিঠি লিখেছেন কিডনি হাসপাতালের একজন ভুক্তভোগী ও দায়িত্বশীল মেডিকেল অফিসার।
ইনসুলিন অফ করে নিমপাতা, জামপাতার প্রচারক ডাক্তাররা অনেকে এমবিবিএস ডিগ্রিধারীও। এই খোলা চিঠি তেমনই একজন সিনিয়র এমবিবিএস ডিগ্রিধারী আলোচিত ডাক্তারের উদ্দেশ্যে। যিনি মন খুশি নানা চিকিৎসা অকাতরে দিয়ে যাচ্ছেন অসচেতন দেশবাসীকে। আসুন পড়ে দেখি , তাতে কতটা বারোটা বাজছে রোগীদের।
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের অত্যন্ত দায়িত্বশীল ও লোকসেবী ডা. সোহানুর রহমান খোলা চিঠিতে জানিয়েছেন,

প্রতিদিন হাসপাতালের ওপিডিতে ইনসুলিন অফ করে নিমপাতা, জামপাতা, মেথি খেয়ে ক্রিয়েটিনিন আসমানে তুলে ডায়াবেটিসের সাগরে হাবুডুবু খেতে খেতে পেশেন্টরা আসছে ।
ফিরে যাওয়ার সময় এরা গালি দিতেও ছাড়ে না আপনাকে।
বিষয়টা আপনার সদয় অবগতির জন্য জানালাম।

এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন , শুধু লাইকি, ইউটিউব, টিকটক ফোবিয়ায় ভোগা একদল কথিত ডাক্তার বিচিত্র সব চিকিৎসা দিয়ে চলেছেন । এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়