SAHA ANTAR

Published:
2020-09-12 18:08:22 BdST

নারীর তলপেটে গভীরে এক কেজি বাড়তি মেদ ডায়েবেটিসের ঝুঁকি ৭ গুণ বাড়ায়



অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

_____________________

তলপেটে মেদের কথা আগে বলেছি ;
ইদানীং আরেকটি বড় রকমের গবেষণায় দেখা গেলো তলপেটে গভীরে মেদ রাশি জমা হলে ডা য়ে বে টি স আর হৃদ রোগের ঝুঁকি অনেক বাড়ে । সুইডেনের উপ সালা বিশ্ব বিদ্যালয়ের গবেষকরা ৩২৫০০০ জন লোকের উপর গবেষণা করে এই তথ্য পেয়েছেন । দেখা গেছে পুরুষের চেয়ে নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি । জিন কিভাবে এর উপর প্রভাব ফেলে , তলপেটে মেদ কিভাবে মাপা যাবে এও সন্ধান করেছেন । পেটের ভেতরে আন্তর যন্ত্রের চারধারে যে মেদ রাশি এগুলো হল বড় ঝুঁকি । জেনম স্টাডি করে পেটের এই মেদের সঙ্গে দুশোর বেশি জিনের সম্পৃক্ততা পেয়েছেন।
যদি ও অতি ভোজন আর অলস নিষ্ক্রিয় জীবন বেশি সম্পৃক্ত । দেহের মেদ শরীরে কোথায় কোথায় বিস্তৃত হবে এও ব্যক্তি বিশেষ ভিন্ন , অনেকের ওজন বেশি না কিন্তু তলপেটে মেদের সম্ভার ।
নারীরা এ বিষয়ে বেশী সতর্ক থাকবেন । ৩৫ ইঞ্চি র নিচে যেন কোমরের মাপ হয় ।
নারীদের তলপেটে গভীরে এক কেজি বাড়তি মেদ ডায়েবেটিসের ঝুঁকি ৭ গুণ বাড়ায় ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়