Dr. Aminul Islam

Published:
2020-09-09 02:16:57 BdST

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী আর নেই



ডা. সুকুমার রায়
___________________

আমাদের ঘনিষ্ঠ বন্ধু বগুড়ার দুপচাঁচিয়ার ডাক্তার নির্মলেন্দু চৌধুরী সাবেক পরিচালক, আইপিএইচ, মহাখালী, ঢাকা আর নাই।
কোভিড আক্রান্ত হয়ে তিনি দীর্ঘ ৩৯ দিন যাবত চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ তিনি বিগত ১৬ দিন যাবত টানা লাইফসাপোর্টে থাকাকালীন মৃত্যু বরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


বগুড়া থেকে তরুণ পাল জানান , কেভিড ১৯এর কাছে পরাজিত নক্ষত্র !!
দুপচাঁচিয়ার সম্মান গৌরব ছিলেন ডা: নির্মলেন্দু চৌধুরী
:দিব্যান লোকান স্বঃ গচ্ছতু।

নির্মল ডাক্তার মানেই দুপচাঁচিয়া, দুপচাঁচিয়া মানেই নির্মল ডাক্তার।

কর্ম জীবন শুরু........উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের ডাক্তার হিসাবে। তারপর ধীরে ধীরে বগুড়া এবং গাইবান্ধা জেলার সিভিল সার্জন, জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হসপিটালের উপ-পরিচালক এবং চাকুরীর শেষ বয়সে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ছিলেন । তারপর করেছেন মানবসেবা।
সুপ্রিম ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে সেবার নিদর্শণ রাখেন তিনি ।

ব্যাক্তি জীবনে সদা-হাস্যজ্জল একজন মানুষ।

দুপচাঁচিয়ার মানুষ বহুকাল মনে রাখবে আপনাকে, ওপারে ভালো থাকবেন

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়