SAHA ANTOR

Published:
2020-09-01 17:57:26 BdST

কি কি জরুরী স্বাস্থ্য সঙ্কট হলে ডাকবেন এম্বুলেন্স ? ৯১১ বা হাসপাতালের জরুরি বিভাগ?


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
__________________________

কি কি জরুরী স্বাস্থ্য সঙ্কট হলে ডাকবেন এম্বুলেন্স ? ৯১১ বা হাসপাতালের জরুরি বিভাগ?
রক্ত ক্ষরণ হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছেনা
শ্বাস কষ্ট ( শ্বাস ক্রিয়ায় অসুবিধা আর ও অন্যান্য )
মনের অবস্থা পরিবর্তন (অস্বাভাবিক আচরন, বিহ্বলতা )
বুক ব্যথা
শ্বাস রোধ
কফের সাথে রক্ত বা রক্ত বমি
মূর্ছা যাওয়া বা অচেতনতা / সংজ্ঞা লোপ
আত্ম হত্যা বা খুন করার ইচ্ছা
মাথা বা শির দাড়ায় আঘাত
গুরুতর বা অবিরাম বমি
সড়ক দুর্ঘটনায় ,অগ্নি দগ্ধ হয়ে , জল মগ্ন হয়ে ,গভীর ক্ষ ত হয়ে ,বিষাক্ত ধোঁয়া সেবনে আহত হলে
শরীরের যে কোনও স্থানে হটা ৎ তীব্র ব্যথা
হটা ৎ মাথা ঝিম ঝিম , দুর্বলতা , দৃষ্টি শক্তিতে পরিবর্তন
বিষ গলাধ করন
উপর পেটে ব্যথা বা তীব্র চাপ
যে ব্যক্তি এমন অবস্থায় তখন ডাকুন ৯১১ যদি
অচেতন , শ্বাস রোধ হয়েছে ,গুরুতর এলারজি ,প্রবল বুক ব্যথা,রক্ত ক্ষরণ নিয়ন্ত্রণ অসাধ্য ,
যদি এমনি নড়ালে ক্ষতি হয়
প্রয়োজন হয় বিশেষ যন্ত্র পাতি সহ প্যারামেডিক আর এ্যাম্বুলেন্স
হার্ট এ টা ক বা স্ট্রোক হলে সুসজ্জিত এ্যাম্বুলেন্স আর প্যারামেডিক সহ ডাকা ভালও
পরিবারের কি ভাবে প্রস্তুতি নেয়া ভালও
জেনে নিন সবচেয়ে নিকটের জরুরি বিভাগ আর সব চেয়ে দ্রুত কিভাবে সেখানে পৌঁছান যায়
জেনে নিন ফায়ার, পুলিস নাম্বার ,ডাক্তারের ফোন নাম্বার , আত্মিয় স্বজনের ফোন
ক্রনিক রোগ থাকলে তা জানান দেয়া
বয়স্ক হলে একা বসবাস করে থাকলে ব্যক্তিগত ইমারজেন্সি সিস্টেম রাখা উচিত ।
আর সবার সি পি আর শেখা উচিত তাহলে বিপদে একজন কে বাঁচাতে পারবেন ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়