DR. AZAD HASAN

Published:
2020-06-17 15:41:41 BdST

সৌদি আরবে করোনায় বাংলাদেশী ৪ চিকিৎসকের মৃত্যু


 

 

ডা. আজাদ হাসান
___________________________


সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট চারজন বাংলাদেশী চিকিৎসক ইন্তেকাল করলেন।এরা হলেন , ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ডা. মো. আনোয়ার উল হাসান,ডা. আবদুর রহিম ও ডা. মোহাম্মদ আফাক হোসেইন।

বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে ১৬ জুন ২০২০ সৌদি আরবে আরো একজন প্রবাসী বাংলাদেশী চিকিৎসক, ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। "ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। তিনি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অধীনে মদিনায় কর্মরত ছিলেন। ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজ, ১৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার অধিবাসী ছিলেন।

এ পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে ওনি সহ মোট চারজন বাংলাদেশী চিকিৎসক ইন্তেকাল করলেন।

এদিকে গত ১৩ জুন ২০২০, রিয়াদস্থ " বদরুদ্দীন পলি-ক্লিনিক" নামক একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত ডা. মো. আনোয়ার উল হাসান, করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

গত ১৯ মে ২০২০ জেদ্দাস্থ "বিন লাদেন পলি ক্লিনিকে" নামক একটি প্রাইভেট ক্লিনিকে কর্মরত ডা. আবদুর রহিম "করোনা" আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার আমিরাবাদ-এর অধিবাসী ছিলেন।

গত ৩১ মার্চ ২০২০ মদীনাস্থ "শেফা আল্- মদীনা পলি-ক্লিনিক" নামক প্রাইভেট ক্লিনিকে কর্মরত ডা. মোহাম্মদ আফাক হোসেইন "করোনা"য় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। ডা. মো. আফাক হোসেইন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৫ম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।

বৈশ্বিক এই মহামারির মাঝে সাধারণত জনগণের পাশাপাশি ইতিমধ্যে চারজন বাংলাদেশী চিকিৎসকের অকাল মৃত্যুতে সৌদি প্রবাসী বাংলাদেশী চিকিৎসকদের মাাঝে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি।

_______ _INFORMATION_______________________

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়