ডাক্তার প্রতিদিন

Published:
2020-06-16 16:09:31 BdST

করোনায় কয়েক ঘন্টার মধ্যে দুই দিকপাল ডাক্তারকে হারাল বাংলাদেশ


 

ডেস্ক
__________________

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেডিসিন ও সার্জারির দুই দিকপাল চিকিৎসক- অধ্যাপককে করোনায় হারাল বাংলাদেশ। এরা হলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মজিবুর রহমান এবং সার্জারির দিকপাল, লেখক ও গবেষক অধ্যাপক রিয়াজুল করিম ।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা এক শোক এপিটাফে জানান,
অত্যন্ত দু:খের সহিত জানাচ্ছি যে,অবশেষে করোনা আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মজিবুর রহমান স্যার।
প্রায় ৩ সপ্তাহ করোনার সাথে যুদ্ধ করে মঙ্গলবার ভোর ৫ঃ৩০ টায় সিএমএচ এ মৃত্যুবরণ করেন

আমার গভীরভাবে শোকাহত
তার আত্মার চিরশান্তি কামনা করছি
পরিবারের প্রতি জানাচ্ছি শোক ও সমবেদনা।

অধ্যক্ষ ভাস্কর সাহা আরেক শোক এপিটাফে জানান,
সর্বজন শ্রদ্ধেয় সার্জারির দিকপাল, লেখক ও গবেষক অধ্যাপক রিয়াজুল করিম আর বেঁচে নেই।
তিনি একাধিক প্রতিষ্ঠানের সার্জারির বিভাগীয় প্রধান ছিলেন ,ছিলেন ফ্যকাল্টির ডিন
সোমবার রাত আট টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন উনি
এ নিয়ে একচল্লিশজন চিকিৎসককে হারালো

আমারা গভীর ভাবে শোকাহত
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি জানাই শোক ও সমবেদনা।

_______________________________

INFORMATION

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়