Dr. Aminul Islam

Published:
2020-06-13 17:36:07 BdST

সাবেক আলোচিত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনার করাল গ্রাসে চলে গেলেন


 

ডেস্ক
_______________________

এক সময়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যপক আলোচি ত রাজনীতিক মোহাম্মদ নাসিম করোনার করাল গ্রাসে চলে গেলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রেইন স্ট্রোকে সঙ্কটাপন্ন হয়ে উঠেছিল মোহাম্মদ নাসিমের জীবন, সেই সঙ্কট তাকে নিয়ে গেল মৃত্যুর দুয়ারে।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে মিডিয়াকে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের কাছে এই খবর পেয়েছেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

এবার মন্ত্রিত্ব না পেলেও দলের সভাপতিমণ্ডলীতে থাকার পাশাপাশি ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন নাসিম।
সংবাদ সূত্র বিডিনিউজ২৪.কম

_________________________________

AD...

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়