ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-18 20:34:12 BdST

করোনা মারীর মাঝে খবর সুখবর


 
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের পরামর্শক ও শুভচিন্তক
_____________________

বিশ্ব জুড়ে পাঁচশ হাজার মানুষ নভেল করোনা ভাইরাস সঙ্ক্রমন থেকে সেরে উঠেছে , । অনেক দেশ ধীরে ধীরে লক ডা উন তুলে নিচ্ছে । এ পর্যন্ত ২ মিলিয়নের বেশি লোক শনাক্ত হয়েছে ,। সঙ্ক্রমন থেকে সেরে উঠা মানুষ সব চেয়ে বেশি চীনে । ৭৮০০০ জন লোক সেরে উঠেছেন । এর পর জার্মানি ৭২,৬০০ জন সেরে উঠেছে্ন । স্পেন ৭০৮০০ জন। কিন্তু আমেরিকা হয়ে রয়েছে করোনার উপ কেন্দ্র । ৬৪৪, ০০০ টি কনফার্ম কেস । এ পর্যন্ত অন্তত ২৮৫০০ জনের মৃত্যু । ৪৮৭০০ জন অবশ্য সেরে উঠেছেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন এতো রিকভারি হলেও যারা সেরে উঠেছেন এদের শরীরে পুনঃ সংক্রমণ ঠেকাবার মত এন্টিবডি থাকবে কিনা তা অজানা । দক্ষিণ কোরিয়া বলছে সেরে উঠেছেন এমন ৫১ জনএর পরে কো ভি ড ১৯ পজিটিভ হয়েছে । ভাইরাস এদের শরীরে পুনঃ সক্রিয় হয়েছে । হু বলছেন রিকভারির বর্ধিত ধারা সত্বেও মনে করা যাবেনা যে দেশ গুলো আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে যেতে পারবে । সামাজিক দূরত্ব পুরোপুরি তুলে দেওয়া সহজ হবেনা । সামাজিক সমাবেশের উপর নিষেধ তোলা সহজ নয় । মানুষ পরস্পর ৬ ফিট দূরত্বে থাকবে । কারন কো ভি ড ১৯ খুব ত্ব রায় বাড়ে । আর কমে খুব ধীরে । এর মানে নিয়ন্ত্রন ব্যবস্থা তুলতে হবে ধীরে ধীরে । চীন ইতিমধ্যে লক ডা উন তুলেছে । ইতালি আর স্পেন সম্প্রতি কিছু কিছু ব্যবসা খোলার অনুমতি দিচ্ছে । ভাইরাসের তুঙ্গ পর্যায় থেকে তারা অনেক নেমে আসছে । প্রতিদিন সঙ্ক্রমন আর মৃত্যু অনেক কমছে ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়