Ameen Qudir
Published:2017-01-14 16:57:47 BdST
রোগীর দরকার ভাল সার্জন: সার্জনের প্রয়োজন ভাল এনেস্থেসিয়ার ডাক্তার
ডা. নিবেদিতা নার্গিস পান্না
______________________
পনের বছরের সাতকাহন :শেষ পর্ব।
আমার এনেস্থেসিয়াতে ট্রেনিং শুরু করেছিলাম ১৯৯৯ সালে। তখন জানতাম না- শেষ পর্যন্ত রুজি রোজগারের জন্য এই সাবজেক্টেই বেছে নিবো। আমি জানতাম, আমি গাইনীতে যাবো না। আমার বেশ ভাল লেগে গেল এই অবেদনবিদ হবার বিদ্যা। আমাদের এই বিষয়ে পড়তে হলে মানব দেহের যাবতীয় খুঁটিনাটি পড়তে হয়। মেডিসিন এর সবকিছু জানতে হয়, কারন আমার রোগী যেকোনো রোগ সঙ্গে নিয়ে সার্জারি করাতে আসতে পারে। শ্বাসযন্ত্রের, হৃদযন্ত্রের, পরিপাক যন্ত্রের, মস্তিস্কের, বৃক্কের এবং হরমোন জনিত সকল রোগ ভালভাবে রপ্ত করতে হয়। অপারেশনের আগে ভাগে জেনে নিই তাঁর সমস্ত রোগের বিবরণ, চিকিৎসা এবং ঝুঁকি সমুহ। পড়তে হয় ফিজিক্স, বিভিন্ন ডায়াগনস্টিক টেস্ট এবং ঔষধের যাবতীয় খুঁটিনাটি।
অন্যদিকে চোখ, কান, মস্তিস্ক, হৃদয়, কলিজা, পাকস্থলি, হাড় গোড় এর সাথে- যাবতীয় আবাল বৃদ্ধ বণিতার সমস্ত সম্ভাব্য সার্জারি সম্পর্কে জানতে হয়- কারন সেই অনুযায়ী রোগী অজ্ঞান করি। আমি এই চ্যালেঞ্জ নিতে আগ্রহী হলাম সংগত কারনেই। ডাক্তারি বিদ্যায় একটা কথা প্রচলিত আছে, তা হল “ রোগীর প্রয়োজন একজন ভাল সার্জন/ চিকিৎসক কিন্তু সার্জন/ চিকিৎসকের প্রয়োজন একজন ভাল এনেস্থেসিয়ার ডাক্তার” এজন্যই উন্নত বিশ্বে সবচাইতে বেশি পেমেন্ট দিয়ে নিযুক্ত করা হয় একজন অবেদনবিদকেই।
আমার বিষয়, আমার কাজের পরিধি, আমার কাজের আদ্যোপান্ত নিয়ে ধারাবাহিক ভাবে লিখবার ইচ্ছা আছে ভবিষ্যতে। আমাদের দেশের রুগীদের এনেস্থেসিয়া বিষয় নিয়ে তেমন কিছুই জানা নেই। এমন কি এম বি বি এস লেভেলের ডাক্তার রাও এই বিষয় নিয়ে তেমন কিছুই জানে না। এই সাবজেক্ট আমার বড় বেশি প্রিয়।
সূক্ষ্ম এবং দক্ষ রিফ্লেক্সকে কাজে লাগাই বলেই আমার এই স্পেশালিটি আমার বড় বেশি চ্যালেঞ্জিং মনে হয়।
আই সি ইউ তে যত ক্রিটি ক্যাল রোগী আসে নির্দিষ্ট ডিসিপ্লিনের ডাক্তার ছাড়া সমস্ত ম্যানেজমেন্টে যার প্রত্যক্ষ ভূমিকা প্রয়োজন হয়- সে হল এনেস্থেসিও লজিস্ত। ইমারজেন্সিতে রোগী সংকটাপন্ন হলে, কেবিনে রোগীর ক্যানুলা করা না গেলে, রাইলস টিউব বার বার ফেইল করলে, বড় রক্তনালীতে ঔষধ/ স্যালাইন পুশ করতে হলে, সার্বক্ষণিক রক্তচাপ মাপার লাইন তৈরি করতে হলে লাগে এই ডিসিপ্লিনের বিশেষজ্ঞ।
হঠা ৎ কার্ডিয়াক এরেস্ট হলে যিনি তাৎক্ষনিক সি পি আর দিতে পারদর্শী- তিনিও একজন এনেস্থেটিস্ট । ইন্তেন্সিভ কেয়ারে বেশির ভাগ কনসালটেন্ট হলেন এনেস্থেসিয়ার ডাক্তার। চিকিৎসা শাস্ত্র, সার্জারি এত বেশি নিরাপদ হয়েছে, সুদক্ষ এনেস্থেসিয়া টিম তৈরি হবার কারনে। বলাবাহুল্য, অজ্ঞান করবার বিষয়টি এখন অনেক বেশি শঙ্কামুক্ত কেননা ঔষধ এবং মনিটরিং- দুইই এখন অনেক বেশি আধুনিক, মানসম্মত এবং নিরাপদ।
দ্র: তিন পর্বের লেখাটির এ ছিল শেষ পর্ব।
__________________________________
লেখক ডা. নিবেদিতা নার্গিস পান্না
Consultant ,Sheikh Fazilatunnessa Mujib Memorial KPJ Specialised Hospital
Past: Apollo Hospitals Dhaka and Mymensing medical College, Dhaka Medical college
আপনার মতামত দিন: