Ameen Qudir

Published:
2020-04-05 19:32:22 BdST

"আব্বা বাজারে গেছেন আর গেছেন মসজিদে : দুদিনের করোনায় করুণ মৃত্যু "



সংবাদদাতা
__________________
আমার আব্বা মসজিদ ছাড়া কোথাও তেমন যেতেন না। আর গিয়েছেন বাজারে। সেই বাবা এভাবে দুদিনের করোনায় করুণ ভাবে মারা যাবেন , কল্পনাও করি নি । হাউ মাউ করে কান্না করতে করতে বললেন নারায়ণগঞ্জে করােনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি (৬০)র সন্তান। তিনি হোসিয়ারি ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে ওই এলাকার কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
মৃতের নিকটাত্মীয়রা জানান, আমাদের পরিবারে কেউ বিদেশফেরত নেই। তিনি ধর্মপ্রাণ ছিলেন। মসজিদে যেতেন। ব্যবসার কাজে বাজারে যেতেন। করোনায় আক্রান্ত হওয়ার দুইদিনেই তার মৃত্যু হলো।
৪ এপ্রিল২০২০ সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

মৃতের নিকটাত্মীয়রা জানান, গত দুইদিন ধরে মৃত ব্যাক্তির শ্বাসকষ্ট ও কাশি ছিল ৷ তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ পরে কুর্মিটোলা নিয়ে যাওয়া হয় ৷ শুক্রবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করি৷ শনিবার সকাল ৯টায় মারা যান৷ পরে আইইডিসিআর থেকে লোকজন এসে পরীক্ষা করে করোনায় মৃত্যু হয়েছে বলে জানান।

তারা বলেন, মৃতর ডেথ সার্টিফিকেটে করোনায় মৃত্যুর কথা উল্লেখ রয়েছে ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়