Ameen Qudir

Published:
2020-04-03 22:06:01 BdST

লন্ডনে তথা ইউরোপে করোনাসহ চিকিৎসার ব‍্যবস্থাপনা দুর্বল: প্রমাণসহ জানালেন অধ্যাপক


অধ্যাপক ডা. মুজিবুল হক
বাংলাদেশের জ্যেষ্ঠ চিকিৎসক, শিক্ষাবিদ
__________________________

আমার এক মেয়ে থাকে লন্ডনে । তার স্বামীর হয়েছে জ্বর। কষ্টে নেতিয়ে গেছে। জেনারেল ফিজিশিয়ান টেলিফোনে শুনেই
৭ দিন পরে খবর নিতে বলেছে ।
আজ ৭ দিন হলো। জেনারেল ফিজিশিয়ান তাকে পরীক্ষা দূরে থাক, চোখে দেখতেও রাজি না। তার কাশি নাই, সর্দি নাই, শ্বাস কষ্টও নাই। জ্বর কমলে আবার টেলিফোনে কথা বলতে বলেছে।
একটা simple CBC করলেও ত এটা infectious না ভাইরাস (করোনা সহ) কি না আন্দাজ করা যায়।
আজ ৭ দিন পর আবার গেলে তাকে ৭ টা tetracycline (?) লিখে দেয় ছেড়ে দেয়।জানি না, কুলাতে না পেরে, এমনটাই আইন করেছে হয়ত।তবে azthomycin/hydroxyquinolin নিয়ে যুক্তিযত চর্চা
শুনেছি। tetracycine এলো কিভাবে?

আমিও ইউরোপে ডাক্তারী পড়াশোনা করি দেড় যুগ আগে। অবশ্য আমার subject ছিল ভিন্ন।
তখনও এলাকার জেনারেল ফিজিশিয়ান(ডাঃ) এর কাছে নাম রেজিস্ট্রি
করতে হত। আর জেনারেল ফিজিশিয়ানএর প্রতিপত্তি প্রচন্ড।
কি আর করা। আমার স্ত্রী আরও মনযোগে তসবি পড়ায় নামলেন।

ইউরোপের চিকিৎসার ব‍্যবস্থাপনা দুর্বল ।সময়সাপেক্ষ। প্রাইভেটে অসম্ভব খরুচে।
মুলত এই কারণেই গত বছরত্রিশ লাখ ইউরোপিয়ান রুগী দক্ষিণ ভারতে চিকিৎসার জন্যে "চিকিৎসা- ভ্রমণ" করেছেন।
_________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক
MBBS (Dh), FCPS, FRCP, DDV (Dhaka), DDV (Vienna).Former Professor & Head, Dept. of Dermatology, Dhaka Medical College & Hospital (DMCH).
Dermatologist and Sexual Medicine specialist. Also in Skin Allergy and Male Infertility.

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়