Ameen Qudir
Published:2017-01-10 17:15:23 BdST
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স দুটি অপরাধে আক্রান্ত: এক চিকিৎসকের : দুই এমপির
ডা. বাহারুল আলম
_________________________
মজ্জাগত অপরাধ চরিত্রের অধিকারী হয়ে অন্যের অপরাধের প্রতিকার করতে গেলে আরেকটা অপরাধের জন্ম হয় – পাথরঘাটার সংসদ সদস্য সে কাজটি করলেন ।
বরগুনার পাথরঘাটার সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন - স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক ডাঃ শাহনাজ পারভিন-এর কৃত্য অপরাধের প্রতিকার করতে গিয়ে কর্মরত প্রজাতন্ত্রের কর্মচারীকে দলীয় কার্যালয়ে জনসমক্ষে বেধড়ক পিটিয়ে আরেক জঘন্য অপরাধের জন্ম দিয়েছেন।
প্রজাতন্ত্রের কর্মচারীকে বেধড়ক পেটানোর পরে হাসপাতালের নথি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরেকটি অপরাধ সৃষ্টি করেছেন। প্রজাতন্ত্রের সংসদ সদস্যের আচরণের সীমানা অতিক্রম করে আইন সভার সদস্য হয়ে নিজেই আইন হাতে তুলে নিয়েছেন। সংসদ সদস্যের জানা নাই, অপরাধী হয়ে আরেক অপরাধের বিচারক সাজা যায় না। ক্ষমতা ও আধিপত্যের জোরে সঙ্ঘটিত অপরাধের পাশাপাশি আরেকটি অপরাধ সৃষ্টি করে প্রমাণ করলেন, ‘পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স দুইটি অপরাধ দ্বারা আক্রান্ত’ । একটি করেছে পদায়ণকৃত চিকিৎসক , অপরটি সংসদ সদস্য নিজে।
ঘটনাদৃষ্টে প্রবাদ মনে করিয়ে দেয়, “ সুঁই বলে চালুনির পিছনে কত ছিদ্র”। সংসদ সদস্যের অপরাধ প্রবণ চরিত্র নিয়ে চিকিৎসকের অপরাধ ধরতে গিয়ে এ প্রবাদের বাস্তবতা সৃষ্টি হয়েছে পাথরঘাটায়। কথায় আছে ‘চরিত্র, সে-তো সুযোগের অপেক্ষায়’। চিকিৎসক সুযোগ পেয়ে অপরাধ করেছে। সংসদ সদস্য সুযোগ পেয়ে অপরাধে জড়িয়ে পড়েছেন। একজন আইন ভঙ্গ করেছে, আরেকজন সুযোগ পেয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে। দুজনেরই প্রচলিত আইনে কঠোর শাস্তি হওয়া প্রয়োজন।
এর আগে আমরা দেখেছি সংসদ সদস্য নাসিম ওসমান ক্ষমতার জোর খাটিয়ে স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করিয়েছে। সে সময় শামীম ওসমানের কঠোর শাস্তি হলে , সংসদ সদস্যপদ বাতিল হলে এবং দল থেকে বহিষ্কার হলে আর কোন সংসদ সদস্য ক্ষমতার দাপটে অপরাধ করে বহাল তবিয়তে বিচার প্রক্রিয়ার বাইরে অবস্থান করার সাহস পেত না। এখানে পুলিশ প্রশাসন , ম্যাজিস্ট্রেসি, উচ্চ আদালত, মানবাধিকার কমিশন নীরব। অথচ আমরা দেখেছি , নোয়াখালীতে পুলিশ ম্যাজিস্ট্রেটকে অপমানকে অপমান করলে সাথেসাথে উচ্চ আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে বিচারের আওতায় আনতে ‘সুয়োমটো’ নির্দেশ জারি করেছে।
পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্সের করণিক জনসমক্ষে সংসদ সদস্য কর্তৃক লাঞ্ছিত অপমানিত হওয়ার পরেও সবাই নীরব। বিচার পাওয়ার ক্ষেত্রে এ ধরনের শ্রেণী-বৈষম্য রাষ্ট্রের প্রতি অনাস্থা ও অবিশ্বাসের জন্ম দেবে।
___________________________
ডা. বাহারুল আলম । লোকসেবী চিকিৎসক ও প্রখ্যাত পেশাজীবী নেতা। সভাপতি খুলনা বিএম এ । সুলেখক ও সুবক্তা।
আপনার মতামত দিন: