Ameen Qudir
Published:2020-03-08 02:00:38 BdST
যে ১১টি জিনিস ডিউটি নার্সের নিত্য সাথে চাই
ডাঃ মোঃ শরিফুল ইসলাম সুজন
_____________________
রোগীদের vitals দেখার দায়িত্ব প্রাথমিকভাবে nurse দের (ভর্তি chronic রোগীদের বা outdoor রের)
Vitals বলতে সাধারণত
- Pulse
- BP
- Respiratory Rate
- T*
- Oxygen saturation (SPO2)
- Input / Output
- Bowel movement
- Reflow (Blood sugar) বুঝায়
Nurse রা যদি কিছু abnormal পান অথবা duty doctor / consultant যদি সন্দেহ প্রসন করেন যে nurse ঠিকমত দেখেন নি বা না দেখেই document করেছেন, তবে নিজে cross check করবেন
আমাদের নিজেদের কাজের পাশাপাশি আমরা যাদের নিয়ে কাজ করি, তাদেরও job description ও responsibility জানলে ভাল হয়
Nurse রা তাদের duty hour এ তাদের সঙ্গে "পকেটে" কি কি অত্যাবশ্যকীয় জিনিস সার্বক্ষণিক রাখবেন, তা আমাদের জানা দরকার
(কেননা, আমাদের training perid এ আমরা বেশীরভাগ সময়েই নিজেদের কাজের অতিরিক্ত nurse দের কাজ করে থাকি বা senior রাও এমনটিই চান, যেমন OT তে আমরা scrub nurse এর কাজ করি, ওটি এ্যাসিস্টের সুযোগ নেই, স্ক্রাব নার্সের মত ট্রলি সামলাই)
১) পেন
- কালো কালির
- লাল কালির
- পার্মানেন্ট মার্কার
(surgical side marking ও অন্যান্য কাজের জন্য)
২) Stethoscope
৩) BP machine
৪) Thermometer
৫) Medical tape (1" micropore)
৬) Scissors
(কাঁচি - মাইক্রোপোর ও ব্যান্ডেজ কাটার জন্য)
৭) Wrist watch (সেকেন্ডের কাঁটা সহ হাত ঘড়ি)
৮) Pen light (টর্চ)
৯) Tourniquet
(iv canula করা বা blood collect এর জন্য - সাধারণত আমাদের দেশে saline set এর অংশ বিশেষ ব্যবহৃত হয়)
১০) Hand sanitizer or Alcohol swabs
(ছোট্ট Hexisol এর বোতল)
১১) Writing pad
এই ১১ টা জিনিস হবে duty nurse এর নিত্য সঙ্গী
___________________________
ডাঃ মোঃ শরিফুল ইসলাম সুজন
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
৪র্থ ব্যাচ
এম, বি, বি, এস ২০০১
এফ, সি, পি, এস
(নিউরো-সার্জারী)
আপনার মতামত দিন: