Ameen Qudir

Published:
2020-03-03 15:07:16 BdST

সিঙ্গাপুর ফেরা তরুণ ভর্তি হওয়ায় গুজবে নওগাঁ'র হাসপাতাল ছেড়ে পালাল রোগীরা!


হাসপাতালের বেডে মেহেদী হাসান। ছবি সংগ্রহ
সংবাদদাতা
________________________

নওগাঁয় করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে একদল সংঘবদ্ধ রটনাকারী । অন্য রাষ্ট্র থেকে কেউ এলে তাকে করোনা রোগী হিসেবে রটনা করে গুজব ছড়াচ্ছে তারা। তাতে ইন্ধন দিচ্ছে করোনা ভাইরাস টাইপ সাংবাদিক ও করোনাগুজবী মিডিয়া। মেহেদী হাসান (২৭) নামে এক যুবক সিঙ্গাপুর থেকে ফিরেছিল। সে হাসপাতালে ভর্তি হয়েছিল । আর যায় কোথায় ! মেহেদী হাসান হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ পেয়ে গুজবকারীদের গুজবে প্রভাবিত হয়ে অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছে।

মেহেদী হাসানের বাড়ি জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নে আব্দুল খালেকের ছেলে। গত শুক্রবার মেহেদী হাসান তার গ্রামের বাড়িতে আসেন। হাসপাতালে মেহেদী হাসানের সঙ্গে তার মা হাসিনা খাতুন রয়েছে।
মেহেদী হাসানের মা হাসিনা খাতুন বলেন, গত চার বছর থেকে ছেলে সিঙ্গাপুরে শ্রমিকের কাজ করত। এর মধ্যে একবার গ্রামে এসেছিল। এরপর দেড় বছর পর গত শুক্রবার ঢাকা থেকে তার বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসে। গত দুইদিন সে ভালই ছিল। হঠাৎ করে রোববার রাত থেকে সামান্য জ্বর, সর্দি ও মাথা ব্যথা শুরু হয়। তাই হাসপাতালে যায়। তাতেই তার নামে মিথ্যা রটনা শুরু হয়।

তিনি বলেন, ছেলের আগে থেকে নাকে পলিপাস ছিল। মাঝে মধ্যেই নাক বন্ধ হয়ে মাথা ব্যথা ও সর্দি হতো। এসি মাইক্রোতে করে আসার কারণে তার হয়তো পলিপাসের সমস্যা দেখা দিয়েছে। এছাড়া ডাক্তাররা ছেলের পরীক্ষার জন্য রক্ত নিয়ে গেছে। এখন জ্বর কমেছে।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক ডা. মুনির আলী আকন্দ বলেন, এটা একটা গুজব হতে পারে। তবে করোনা ভাইরাস মোকাবেলা প্রাথমিক ভাবে যে মাস্ক ও গ্লাভস তা আমাদের যথেষ্ট আছে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়