Ameen Qudir

Published:
2020-02-24 06:42:01 BdST

২৫০ শয্যার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ভর্তি থাকে ১০০০


ডা. কামরুল হাসান সোহেল
________________________

শনিবার সকালের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের ৩য় ইউনিট ২১০ নং ওয়ার্ড। বেড ১৪টি, রোগি ভর্তি ৭২, প্রতি বেডে ৪ জন। ফ্লোরও ভরা। শনিবার ছিল আবার ভর্তি। কিভাবে সম্ভব সেবা দেয়া? প্রায় একই রকম অবস্থা প্রায় প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

২৫০ শয্যার সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ভর্তি থাকে ৮০০-১০০০ জন, ৫০০০ শয্যার হাসপাতালে ১২০০-১৫০০ জন, ১০০০ শয্যার হাসপাতালে ১৮০০-২০০০ জন। শয্যা সংখ্যার বিপরীতে তিন থেকে চারপগুণ বেশি রোগী ভর্তি থাকে। কিন্তু জনবলের চরম সংকট বিরাজমান প্রতিটি সরকারি হাসপাতালে। চিকিৎসক, নার্স থেকে শুরু করে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীর সংকট সবচেয়ে বেশি। অর্ধেক জনবল দিয়ে শয্যা সংখ্যার তিন থেকে চারগুণ বেশি রোগীর সেবা দেয়া সম্ভব? দিনের পর দিন এই অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যসেবার সাথে জড়িত ডাক্তার,নার্স ও অন্যান্য স্টাফরা। আপনারা শুধু তাদের ভুল ধরেন,চিকিৎসায় ভুল ধরনে,আচার আচরণে ভুল ধরেন,তারা সময় দেয় না এই অভিযোগ তুলেন কিন্তু কখনো কি তাদের এই অসম্ভবকে সম্ভব করার জন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছেন? আপনাদের ধন্যবাদ না পেলেও চলবে কিন্তু আপনাদের সেবা নিশ্চিত করার জন্য তাদের এই অসম্ভবকে সম্ভব করার যে প্রাণান্ত চেষ্টা তার জন্য নূন্যতম কৃতজ্ঞতাবোধ তো থাকা উচিৎ আপনাদের।
___________________

লেখক : আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
আজীবন সদস্য
স্বাধীনতা চিকিৎসক পরিষদ
কার্যকরী সদস্য
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
আজীবন সদস্য
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
সেন্ট্রাল কাউন্সিলর

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়