Ameen Qudir

Published:
2020-02-17 07:49:17 BdST

করোনা হানা দিল:চীনের উহানে এক হাসপাতালে কি ঘটল


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ
___________________

করোনা হানা দিল হাসপাতালে।
চীনের হাসপাতালে এই নতুন হানার অভিজ্ঞতা নিদারুন।
ইতিমধ্যে ৬৬০০০ লোকের বেশি আক্রান্ত , হাজার দেড়েকের বেশি মৃত।
সম্পর্কিত ভাইরাস SARS কে মৃত্যুর বিচারে ছাড়িয়ে গেছে।
উহান চীনে এক হাসপাতালে কি ঘটল ।
যারা হাসপাতালে চিকিৎসা নিল এদের ৪০ শতাংশ সংক্রমিত হল হাসপাতালে । ৪০ জন স্বাস্থ্য সেবা কর্মী ডাক্তার আর ১৭ জন অন্য রোগী যারা অপারেশনের জন্য অপেক্ষা করছেন । ৪.৩ শতাংশ এর মৃত্যু হল। ৩৪ শতাংশ হলেন ভাল আর বাকিদের চিকিৎসা চলছে ।
প্রথম উপসর্গ ছিল জ্বর , ক্লান্তি শুকনো কাশ । কারো তরল মল আর বমি ভাব।
উপসর্গের ৭ দিন পর এরা এলেন হাসপাতালে ইতিমধ্যে অনেকে শ্বাস কষ্ট শুরু।
কিভাবে দৃঢ় প্রতিপন্ন হল রোগ নির্ণয়
থ্র ট সুয়াব নেয়া হল আর বিশ্লেষণ করা হল পি সি আর পদ্ধতিতে।
( Polymerase chain reaction ) সনাক্ত করা হল এর বৈশিষ্ঠ সূচক জীন পদার্থ ।
কার কার করা হল চেস্ট স্কেন । ফুস ফুস এলাকায় দেখা গেল গ্রাউন ড গ্লাস অবয়ব ।
এক চতুর্থাংশ রোগী গেলেন আই সি ইউ তে
আক্রান্ত রোগীদের বেশির ভাগ বয়স্ক
চিকিৎসা । কোন সিল ভার বুলেট নেই । কারো কারো দেয়া হল এনটি ভাইরাল কাজ হলনা । উপসর্গ চিকিৎসা করা মাত্র ।

২. 
নতুন ভাইরাসের জন্য নতুন কি সতর্কতা গ্রহন করবেন ।
করোনা ভাইরাস । নতুন নাম দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা COVID-19
বিশেষ সতর্কতা
যেহেতু ভাইরাসটি শ্বাস যন্ত্রের সমস্যা করে তাই মৌলিক হ্যান্ড হাইজিন প্রয়োজন পানি সাবান দিয়ে হাত ধোয়া
শ্বাস যন্ত্রের হাইজিন হাতের কনুইতে হাচি দেওয়া
সম্ভাব্য প্রানিজ উৎস থেকে নিজের সুরক্ষা । প্রানি ধরলে পর ভাল করে হাত ধোয়া
মাংস ডিম যেন ভাল করে সিদ্ধ করে রান্না করা হয়।
____________________

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়