Ameen Qudir

Published:
2020-02-17 07:19:29 BdST

দুই বছরে আরও দেড় লাখ স্বাস্থ্যকেন্দ্র করবে দিল্লীর কেন্দ্র সরকার




কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ছবি: সংগৃহীত

ডেস্ক/ সংবাদ সংস্থা
___________________

আগামী দুই বছরে নিখিল ভারত জুড়ে দেড় লাখ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। শনিবার কলকাতায় রোটারি ইন্ডিয়ার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আয়ুষ্মান ভারত এবং সরকারের 'হেল্থ ফর অল' ভাবনার বিষয়টি উল্লেখ করে হর্ষ বর্ধন বলেন, 'আয়ুষ্মান ভারতের আওতায় গোটা দেশে দেড় লক্ষ হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরির পথে হাঁটছি আমরা। ইতিমধ্যেই এ রকম ৩০ হাজার কেন্দ্র তৈরি হয়েছে। ২০২২-এর মধ্যে বাকি কেন্দ্রও তৈরি হয়ে যাবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন হলে বিশ্বের কাছে তা উদাহরণ হয়ে দাঁড়াবে।'
এ সময় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে রোটারির মতো সংস্থার সাহায্য চান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৫-এর মধ্যে দেশ থেকে যক্ষ্মা দূরীকরণের লক্ষ্যে কেন্দ্র এগিয়ে যাচ্ছে। মিশন ইন্দ্রধনুষের হাত ধরে গোটা দেশে একশো ভাগ শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনতেও সরকার অঙ্গীকারাবদ্ধ।
তিনি আরও বলেন, 'আমরা ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা দূরীকরণের লক্ষ্যে এগুচ্ছি। পোলিওর মতো টিকাদানের মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগগুলো থেকে শিশুদের মুক্ত রাখতে মিশন ইন্দ্রধনুষের হাত ধরে তাদের ১০০ ভাগ টিকাদানের আওতায় নিয়ে আসা হবে।'
সৌজন্য এই সময়

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়