Ameen Qudir

Published:
2020-02-13 02:32:08 BdST

আমি পরিচালক হিসেবে নার্সদের নিজের মায়ের জায়গায় রাখি


ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
_________________

আমি ৩৫ বছর ধরে স্বাস্থ্য সেবায় কাজ করছি। সকল ডাক্তার বা সকল নার্স খারাপ নয়। আমি সুদীর্ঘ কর্মজীবনে অনেক মহান নিবেদিত ডাক্তার ও নার্সদের কে নিবেদিতভাবে কাজ করতে দেখেছি। আমি অন্তরের অন্তস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা লালন করি ও শ্রদ্ধা করি।

জনগন বা ভোক্তাদের অধিকাংশের অভ্যাস হলো খুব ছোট খাটো বিষয়কে বিস্ফোরক এর মত উত্থাপন করা।

আমি পরিচালক হিসেবে নার্সদের নিজের মায়ের জায়গায় রাখি।

সব পেশায় কিছু নিষ্ঠুর লোক থাকবেই।সেটা ডাক্তার বা নার্স বা পুলিশ পেশা হউক।
হাসপাতালের পরিচালক হিসেবে নার্সদের সব সুরক্ষা এবং তাদের সকল উন্নতির জন্য সম্ভব সব করেছি।

জনগন কেও ছাড় দেই নি।যারাই নার্সদের সাথে উৎশৃংখল আচরণ করেছেন তাদের আইনের আওতায় এনেছি।
আমি আল্লাহর ভয় বুকে নিয়েই কাজ ও কথা বলি।
চিকিৎসা সেবা পেশায় ;সবর বা ধৈর্য বেশি থাকতে হয়।অন্য পেশায় ঐ মাত্রায় নয়।
কিন্তু সকল হাসপাতালের কিছু ডাক্তার, নার্স,চতুর্থ শ্রেনীর ককর্মচারী প্রচন্ড ভাবে বদমেজাজি।

কাউকেই আমি অবিবেচক এর মত কাজ করতে দেই না।তার ৮ ঘন্টাই ডিউটি করতে হয়।

জনগণের জন্য সব সেবা আদর্শ ভাবে প্রদান করা হলেও তারা তারপরও অভিযোগ করবে।

আমরা জাতি হিসেবেই অধিকাংশই অবিবেচক ও নেতিবাচক মানসিকতার।আমরা কথা অনেক বেশি বলি ও লিখি। কিন্তু কষ্ট করে বাস্তব অবস্থা বিবেচনা করে ইতিবাচক ভাবে নিজের দায়িত্বটাই সঠিক ভাবে পালন করি না অধিকাংশ ক্ষেত্রেই। এটাই আমাদের কাংখিত উন্নতির জন্য একমাত্র অন্তরায়।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়