Ameen Qudir

Published:
2020-02-13 00:57:50 BdST

সাভারে মানহীন ৩ হাসপাতাল সিলগালা



ডেস্ক
__________________

ঢাকা জেলায় ক্রমশ কঠোর হচ্ছে স্বাস্থ্য বিভাগ। চলছে প্রশাসনের সহায়তায় ভুয়ো বিরোধী অভিযান। সবাই অপেক্ষায়, আইন মেনে অ-ডাক্তারদের বিরুদ্ধেও কঠোর অভিযানে যাবে স্বাস্থ্য দপ্তর। নেবে প্রশাসনের সহায়তা। সাভারে
অনিয়মের দায়ে জরিমানাসহ তিনটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতালগুলো হচ্ছে- সাভার পৌর এলাকার গেন্ডায় অবস্থিত ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ কেয়ার হাসপাতাল ও কর্ণপাড়া এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল।

এর মধ্যে যমুনা ডিজিটাল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং ল্যাব স্টার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তাও ছিলেন।
১১ ফেব্রুয়ারী ২০২০ চলে এই অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই, নিয়মনীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনে হাসপাতাল চালিয়ে আসছিল।

এছাড়াও, প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল না বলেও জানান তিনি।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়