Ameen Qudir

Published:
2020-02-11 06:49:30 BdST

চীনে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনাভাইরাস আক্রান্ত নারী


ছবি স্কাই নিউজ  
ডেস্ক
______________________

বাংলাদেশের সংবাদ পত্রে "করোনা ভাইরাসে মৃতের সংখ্যার রেকর্ড ; অতীতের রেকর্ড ভঙ্গ" সহ "আল্লাহর গজব" জাতীয় ভীতি , কুসংস্কার জাগানিয়া গজব গুজব খবর প্রকাশ হলেও বিশ্ব মিডিয়ায় মানবিক খবরও আসছে। করোনার ভীতিকে জয়ের চেষ্টা করছেন চীনের মানুষ।
চীনে এ ভাইরাসে আক্রান্ত এক নারী সুস্থ একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। ডাক্তারি স্বাস্থ্য ও বিজ্ঞান এই ভয় ও কুসংস্কার জয়ে মূল ভুমিকা রাখছে। 

ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের ঝেঝিয়াং প্রদেশে। শনিবার জন্ম হয় ওই নবজাতকের।

কিন্তু মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও সন্তানের শরীরে ভাইরাস নেই। শিশুটির করোনাভাইরাস টেস্টের ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

শিশুটিকে বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। কিছুদিন পর হাংঝুর ‘চিলড্রেনস হসপিটাল অব ঝেঝিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন’ এ আবার তার করোনাভাইরাস পরীক্ষা করা হবে।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়