Ameen Qudir
Published:2020-02-06 10:04:14 BdST
ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিকে অগ্নিকান্ডের নেপথ্যে
ডেস্ক
________________
রাজধানীর ধানমণ্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আগুন লেগেছিল। এ নিয়ে রোগীদের মাঝে ছড়িয়ে পড়েছিল ব্যাপক আতঙ্ক। কিন্তু কেন লেগেছিল আগুন , তা নিয়ে চরছে তদন্ত। আগুন লাগার পর এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। জানা যায়, পপুলারের একটি এমআরআই মেশিন কক্ষে আগুনের সূত্রপাত।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. শহিদুল আলম জানান, বুধবার রাত ৮টার দিকে পপুলারের ডায়াগনস্টিক সেন্টার ভবনের দোতলায় আগুন লাগার খবর পান তারা।
আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে রাত পৌনে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রচুর ধোঁয়া সৃষ্টি হওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। তবে হতাহতের কোনো খবর আমরা পাইনি।
যে সময়ে আগুন লেগেছে সে সময়টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষা করাতে আসা রোগীর বেশ ভিড় ছিল। ওই ভবনের লাগোয়া দুটি ভবনে সন্ধ্যা থেকে ডাক্তার দেখাতে আসা রোগী ও স্বজনদেরও চাপ ছিল ব্যাপক।
হঠাৎ ধোঁয়া ছড়াতে শুরু করায় সে সময় অনেকের মধ্যে ভয়াবহ আতঙ্ক তৈরি হয়। সারা নগরীতে খবর ছড়িয়ে পড়ে। নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা থেকে উৎসুক জনতাকে দূরে রাখার চেষ্টা করেন।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মহা ব্যবস্থাপক মোসাদ্দেক হোসেন জানান, দোতালায় এমআরআই মেশিন কক্ষে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি। অগ্নি নির্বাপক বিশেষজ্ঞরা জানান, মেশিনারী থেকে বৈদ্যুতিক কারণে শর্ট সার্কিটে এটা হয়েছে বলে ধারণা।
আগুনের খবর সংগ্রহে গিয়ে পপুলারের কর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা।
ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আবদুল গনি বলেন, তারা যমুনা টিভির রিপোর্টারকে ধাক্কা দেয়। আমার ও বাংলা ট্রিবিউনের ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেনের উপরও চড়াও হয়।
আপনার মতামত দিন: