Ameen Qudir
Published:2020-02-03 01:15:50 BdST
করোনা ভাইরাস থেকে ২০ জনকে বাঁচিয়ে তুললেন উহানের ডাক্তাররা
ডেস্ক
___________________
প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক। ছড়িয়ে পড়ছে নানা কুপ্রচার। মতলবীরা নানা গালগল্প ছড়াচ্ছে। এই ঘোর অন্ধকারের মধ্যেও এবার আশার আলো জ্বালিয়েছে চীনা চিকিৎসকরা। এই ভাইরাসে আক্রান্ত ২০ রোগীকে সুস্থ করে ছাড়পত্র দিয়েছে উহানের একটি হাসপাতাল। সম্পূর্ণ সুস্থ করে তোলেন ওই আক্রান্তদের। ৩১ জানুয়ারি ২০২০ বিকেল ৫টার দিকে ওই রোগীদের হাসপাতালের ছাড়পত্র দেয়া হয়। খবর চীনে গনমাধ্যম। অনুবাদ কলকাতার গনমাধ্যম।
করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানে অবস্থিত জিনযিনতান হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হলে হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেয়। বের হওয়ার সময় হাসপাতালের সামনে ২০ রোগী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ১১ সেকেন্ডের ওই ভিডিও যেন আতঙ্কিত বিশ্ববাসীর প্রাণসঞ্চার ঘটিয়েছে।
প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ২০ রোগী। করোনাভাইরাস ছড়ানোর পর সবচেয়ে বেশি রোগী যেসব হাসপাতালে ভর্তি হয়েছে, সেগুলোর মধ্যে একটি জিনযিনতান হাসপাতাল। হুবেই রেডিও ও টিভি স্টেশনে প্রচারিত খবরে বলা হয়, সুস্থতা লাভের পর বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই রোগীদের ছাড়পত্র দেয়া হয়।
লং শ্যাং ঝিং অনুষ্ঠানে প্রচারিত ভিডিওতে মাস্ক-পরিহিত ওই নারী-পুরুষ রোগীদের উচ্ছ্বসিত ভঙ্গিতে হাসপাতাল ভবন ছাড়তে দেখা যায়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবারই প্রথম একদিনে এতো বিপুলসংখ্যক রোগী করোনাভাইরাসকে হারিয়ে সুস্থ জীবনে ফিরলেন।
এর আগে ২৯ জানুয়ারি করোনাভাইরাস-জয়ী হিসেবে সংবাদমাধ্যমের সামনে আসেন ২৩ বছর বয়সী এক রোগী। শানঝি প্রদেশের হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হুবেই প্রদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি। সেখানে ২৪৯ জন মারা গেছেন এ রোগে।
আপনার মতামত দিন: