Ameen Qudir

Published:
2019-11-20 06:15:17 BdST

মেডিকেল অফিসার সোয়া লাখ, অধ্যাপক পৌনে দু লাখ রুপি বেতন দিচ্ছে পাঞ্জাব


 

ডেস্ক
______________________

ভারতের পর অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ও অকার্যকর পাকিস্তানের একটি প্রাদেশিক সরকারও ডাক্তারদের সোয়া লাখ থেকে পৌনে দু লাখ রুপি বেতন দিতে যাচ্ছে। আর বাংলাদেশে চলছে শুধুই ডাক্তার নির্যাতন ও অবহেলা। চলতি অর্থবছরে ডাক্তারদের বেতন বাড়াতে জন্য ১৬ বিলিয়ন রুপির বরাদ্দ করেছে পাকিস্তানী পাঞ্জাব । মেডিকেল অফিসারের বেতন ১২০,০০০ রুপি থেকে বাড়িয়ে ১৩৮,০০০ হচ্ছে । খবর লাহোর মিডিয়া।

একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তারের বেতন ৯৫,০০০ রুপি থেকে ১১০,০০০ রুপি এবং সিনিয়র রেজিস্ট্রারের বেতন ১১০,০০০ রুপি থেকে ১,২০,০০০ রুপি হচ্ছে ।
একজন সহকারী অধ্যাপকের বেতন ১৩০,০০০ থেকে বেড়ে ১৪০,০০০ রুপি এবং একজন অধ্যাপকের ১,৫০,০০০ এর বদলে ১৭০,০০০ রুপি হচ্ছে ।
পশ্চিম পাঞ্জাবে ৪০,০০০ চিকিৎসক এই বাড়তি বেতন পাবেন।

 

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়