Ameen Qudir

Published:
2019-10-05 21:55:29 BdST

৭০ হাজার অপারেশন করার পর জানা গেল সার্জন ভুয়া চিকিৎসক


 

ডেস্ক
_____________


দশ বছর ধরে নিজ ক্লিনিকে রোগীদের অবিরাম চিকিৎসা করছেন। করেছেন ৭০ হাজার অপারেশন। কিন্তু ডাক্তার আদৌ দক্ষ কিনা, তা নিয়ে মাথা ব্যথা ছিল না কারও। না রোগী , না স্বজন, না প্রশাসন। অত:পর জানা গেল চিকিৎসক হওয়ার জন্য তিনি যে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন তা আসল নয়। উত্তর প্রদেশের ওম পাল শর্মা নামের ওই ভুয়া চিকিৎসককে অবশেষে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিকেল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

শাহারানপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসা সেবা চালিয়ে আসছিলেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ওই চিকিৎসক তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অপারেশন করিয়েছেন।
প্রাথমিকভাবে এ বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে।
সংবাদ সূত্র : জি নিউজ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়