Ameen Qudir

Published:
2019-09-05 18:27:43 BdST

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবিচ্ছিন্ন সার্ভিসের জন্য ন্যূনতম ৩৬ টি চিকিৎসকের পদ থাকা দরকার


 


ডা. শাব্বির হোসেন খান
________________________

নতুন পদ সৃজনের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে চিঠি দেয়া হয়েছে প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে। অব্যাহত/অবিচ্ছিন্ন সার্ভিস দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর প্রতিটি ওয়ার্ডের ( পুরুষ, মহিলা, শিশু এবং গাইনী এন্ড অবস) জন্য ন্যূনতম ৪ জন করে আইএমও, ৪টি আউটডোরের জন্য ৫ জন আউটডোর মেডিকেল অফিসার এবং জরুরী বিভাগের জন্য ৪ জন করে ইএমও থাকা প্রয়োজন।
এছাড়াও প্যাথলজী, রেডিওলজী এবং ডেন্টাল এ ১ জন করে মোট আরো ৩ জন মেডিকেল অফিসারের পদ থাকা প্রয়োজন।
প্রশাসনিক কাজের জন্য ১ জন এবং ক্লিনিক্যাল কাজের জন্য আরেকজন আরএমও থাকা প্রয়োজন। সার্জারী, মেডিসিন, গাইনি এন্ড অবস, এ্যানাস্থেশিয়া এবং শিশু, অন্যুন এই ৫ টি বিভাগে জুনিয়র কন্স্যালটেন্ট পদ থাকতে হবে। আর, ইউএইচএন্ডএফপিও তো থাকছেনই।

এই হিসাবে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পদ নিম্নরুপ হওয়া উচিত বলে আমি মনে করি-

 

*ইউএইচএন্ডএফপিও-১
*আরএমও (এ্যাডমিনিষ্ট্রেটিভ)-১
*আরএমও(ক্লিনিক্যাল/হসপিটাল সার্ভিস)-১
*জুনিয়র কন্স্যালটেন্ট(সার্জারী, মেডিসিন, গাইনী, শিশু এবং এ্যানাস্থেশিয়া)-৫
*আউটডোর মেডিকেল অফিসার-৫
*ইনডোর মেডিকেল অফিসার-১৬
*ইমার্জেন্সী মেডিকেল অফিসার-৪
*মেডিকেল অফিসার (ডেন্টাল)-১
*মেডিকেল অফিসার (প্যাথলজি)-১
*মেডিকেল অফিসার (রেডিওলজি)-১।
-------------
প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপরোক্তভাবে পদ সৃজন করা গেলে উপজেলা পর্যায়ে প্রকৃত স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব বলে আমি মনে করি। আমার এই প্রস্তাবনা বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষন করছি।
__________________

-ডা. শাব্বির হোসেন খান
সভাপতি
মৌলভীবাজার বিএমএ।
এবং
সাধারন সম্পাদক
মৌলভীবাজার স্বাচিপ।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়