Ameen Qudir

Published:
2019-08-30 01:35:22 BdST

জাতীয় চক্ষু হাসপাতালে সাধারণ রোগীর মতোই চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী


 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি। বাসস।
বাসস, ঢাকা
___________________

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন।

প্রধানমন্ত্রী ২৯ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার সকাল আটটায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।


এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে একইভাবে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে তাঁর প্রেস সচিব জানান।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসাসেবা গ্রহণকালে হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়