Ameen Qudir

Published:
2019-07-30 22:17:09 BdST

রক্তের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট, ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা



ডেস্ক
___________________________

রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব সদর দফতরের একটি ভ্রাম্যমাণ আদালত। রক্তের নমুনা পরীক্ষা না করেই মনগড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয়েছে।

২৯ জুলাই ২০১৯ দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন র‌্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

অভিযান শেষে সারওয়ার আলম বলেন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নানা অভিযোগ আছে। সাম্প্রতিক সময়ে তারা রক্তের নমুনা পরীক্ষা না করে মনগড়া রিপোর্ট দিয়েছে। এমন একটি অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই।

অভিযান শেষে অভিযোগের সত্যতা মিলেছে। পরে হাসপাতাল থেকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে, জানান সারওয়ার আলম।

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়