Ameen Qudir

Published:
2019-05-05 18:02:51 BdST

নিজের শরীরের এইডস আরও ৯০ জনের শরীরে ছড়িয়ে দিল পাকিস্তানী চিকিৎসক


 


ডেস্ক
___________________

৯০ জন রোগীর শরীরে এইডসের জীবাণু সজ্ঞানে এইডস জীবানু ছড়িয়ে বিশ্ব গনমাধ্যমে আলোচিত এখন পাকিস্তানি চিকিৎসক ডা. মহম্মদ মুজাফফর । পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সরকারি হাসপাতালের চিকিৎসক মুজাফফর ঘাংরো নিজেও এইচআইভি সংক্রমিত ৷ তার অপকর্মের শিকার এইচআইভি সংক্রমিত এই মানুষদের মধ্যে ৬৫ জনই শিশু৷ বিষয়টি অবশেষে রাষ্ট্র হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে এই পাকিস্তানীকে। এডস ছড়ানোর কাজে এইচআইভি দূষিত সিরিঞ্জ ব্যবহার করেন তিনি। তথ্য ডয়েচে ভেলে ও পাকিস্তানী গনমাধ্যম।
জীবনরক্ষার জন্য অবশ্য দেয় বিভিন্ন টিকা পাকিস্তানীরা নানা অজুহাতে দেয় না। সেখানকার উচ্চশিক্ষিতরাও টিকাবিরোধী । এ কাজেও তারা বিশ্বমিডিয়ায় সমালোচিত। এরপর এলো পাকিস্তানী এই খবর।

লারকানার পুলিশ প্রধান কামরান নওয়াজ বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছি। আমাদের বলা হয়েছে তারও এইচআইভি রয়েছে।

গত সপ্তাহে লারকানার উপকণ্ঠে ১৮ শিশুর শরীরে এইচআইভি ধরা পড়ার পর টনক নড়ে কর্তৃপক্ষের। এরপর স্বাস্থ্য বিভাগ বড় পরিসরে পরীক্ষা-নিরীক্ষা চালালে সংখ্যাটি কয়েক ডজন বেড়ে যায়৷
লারকানার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল রেহমান বলেছেন , পরীক্ষায় ৯০ জন এইচআইভি পজিটিভ হয়েছে৷ তার মধ্যে ৬৫জন শিশু।

একজন চিকিৎসকের কারণেই অন্তত ৯০ জনের দেহে এইচআইভি ছড়ানোর বিষয়টি বেরিয়ে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই চিকিৎসক জীবাণুযুক্ত সিরিঞ্জ ব্যবহার করেছেন বলে ধারণা তাদের৷

এদিকে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক মুজাফফর ঘাংরো বলছেন, এটা তার বিরুদ্ধে সিন্ধু স্বাস্থ্য কমিশনের ‘ষড়যন্ত্র’।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ২০০৬ সালে লাইসেন্সের মেয়াদ শেষ হলেও ১৩ বছর ধরে সরকারি হাসপাতালেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ডা.মহম্মদ মুজাফফর ঘাংরো ।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে এক লাখের বেশি এইচআইভি পজিটিভ লোক আছে বলে জানিয়েছেন সেখানকার এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির কর্মকর্তা সিকান্দার মেমন৷

তবে সরকারিভাবে নিবন্ধিত রোগীর সংখ্যা মাত্র ১০ হাজার ৩৫০ জন৷

নিবন্ধিত দুই হাজার ৪০০ জন রোগী নিয়ে এইডস আক্রান্তের দিক থেকে সিন্ধু প্রদেশে শীর্ষে রয়েছে লারকানা জেলা

১৯৮০-র দশকে প্রথম এইচআইভি ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে সাত কোটি ৬০ লাখ এইডস সংক্রমিত ব্যক্তিকে পাওয়া গেছে৷ চিকিৎসা আবিষ্কার না হওয়া এই রোগে এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ৷

আপনার মতামত দিন:


ক্লিনিক-হাসপাতাল এর জনপ্রিয়